শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মাদ্রাসা ছাত্রকে বলাৎকার শিক্ষককে জুতোপেটা করার ভিডিও ভাইরাল

তালতলী (বরগুনা) প্রতিনিধি
  ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৬
মাদ্রাসা ছাত্রকে বলাৎকার শিক্ষককে জুতোপেটা করার ভিডিও ভাইরাল

বরগুনার তালতলীতে এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করার অপরাধে ধর্ষক শিক্ষক ফোরকান হোসাইনকে জুতোপেটা করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে শিক্ষককে জুতাপেটার ভিডিও ভাইরাল হয়। তবে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে একমাস আগে। বর্তমানে বিষয়টি জানাজানি হলে এই জুতা পেটা করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকার খানকায়ে রশিদিয়া নুরানি মাদ্রাসার সাবেক পরিচালক মোহাম্মদ ফোরকান হোসাইন একই মাদ্রাসার ১০ বছরের ছাত্রকে গত ১৫ নভেম্বর বলাৎকার করেন। এতে ছাত্র অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা গোপনে চিকিৎসা করান। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন শিক্ষক ফোরকান। তবে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। পরে ফের ধামাচাপা দিতে মাদ্রাসা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মিরাজ হাওলাদার মাদ্রাসার মধ্যে বিচার করে জুতোপেটা করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিন চার জন লোক ওই শিক্ষককে জুতাপেটা করছে। ওই শিক্ষক ডাক-চিৎকার করছেন। এতে নিন্দার ঝড় ওঠে।

এ বিষয়ে মাদ্রাসা সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মিরাজ হাওলাদার বলেন, এই মাদ্রাসাটি বাঁচাতে বিষয়টি গোপনা রাখা হয়েছে। মাদ্রাসার পরিচালক পদ থেকেও তাকে অপসারণ করা হয়েছে।

তালতলী থানার ওসি মোহাম্মাদ শাহজালাল বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে