শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

'শোষণ মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ছাত্র জনতা বদ্ধপরিকর'

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
  ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৬
'শোষণ মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ছাত্র জনতা বদ্ধপরিকর'

২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভু্যত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভায় বক্তারা বলেছেন, 'এ বিপস্নবের স্প্রিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের দোসররা এখনো মাঠে-ময়দানে ঘুরে বেড়াচ্ছে।

আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে তারা আবারো ফ্যাসিজম প্রতিষ্ঠায় তৎপরতা চালাবে। বিপস্নব রক্ষার্থে সব ধরনের দলাদলি ও মতভেদ ভুলে যেতে হবে। আন্দোলনকে দ্বিধা-বিভক্ত করা যাবে না। ছাত্র-জনতার ঐতিহাসিক এ মহাজাগরণ আমাদের নতুন পথের দিশা দিয়েছে। মুক্ত, অবাধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ছাত্রজনতাকে সদা সজাগ থাকতে হবে।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখা গত শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ আলোচনায় অংশ নেন চট্টগ্রাম, কক্সবাজার ও ঈদগাঁও উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

কক্সবাজার জেলা শাখার সমন্বয়ক সাহাব উদ্দিন ও ঈদগাঁও উপজেলা শাখার প্রতিনিধি অ্যাডভোকেট এস, কে আহমদ ফারুকীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক নাসির উদ্দিন ও বিভাগীয় প্রতিনিধি রাকিব হোসাইন নওশাদ (চট্টগ্রাম কলেজ)। স্বাগত বক্তব্য দেন ছাত্র আন্দোলন উপজেলা প্রতিনিধি হাবিব আজাদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রতিনিধি আখতার হোসেন, সাহাব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ খোরশেদ আলম, আব্দুলস্নাহ আল নোমান প্রমুখ। ঈদগাঁও উপজেলার পক্ষে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি নাহিদুল ইসলাম শাহীন, মাহাথির আনাস ও বেলাল আহমেদ। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন তারেকুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে