শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শহীদ মিনারে ফুল দেওয়া সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭
শহীদ মিনারে ফুল দেওয়া সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে শহীদ মিনারে ফুল দেওয়া, এরপর ছবি এবং ভিডিও ধারণ করে সোস্যাল মিডিয়ায় প্রচার করে দলীয় কর্মকান্ড পরিচালনার অভিযোগে গন্ডামারা ইউনিয়ন যুবলীগ নেতা শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার বিকেলে উপজেলার গন্ডামারা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবলীগ নেতা শাহাদাত হোসেন উপজেলার গন্ডামারা ইউপির ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ গন্ডামারা এলাকার বিলের বাড়ির রশিদ আহমদেও ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাদির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতা ফুল দিয়ে এরপর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার এবং উস্কানিমূলক সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করেন। পরে অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মুলহোতা শাহাদাত হোসেন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিয়মিত মামলায় গ্রেপ্তার ওই যুবলীগ নেতাকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে