চারা রোপণ
ম দিনাজপুর প্রতিনিধি
মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা, গরিব ও দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ এবং বৃক্ষের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ শাখার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং অ্যাসোসিয়েশন অব এক্স ছাত্রদল এ সব কর্মসূচি পালন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানে ড্যাব জেলা সদস্য সচিব ও দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ডা. কামরুজ্জামান খান কাঞ্চনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন।
কৃষক সমাবেশ
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করতে জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে মেরুরচর ইউনিয়নের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স।
ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালেহিন মাসুদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক উবাইদুল ইসলাম প্রমুখ।
বাউলগান অনুষ্ঠিত
ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বাউল গান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার গোপিনাথপুর গ্রামে রফিকুল ইসলাম মিন্টু মিয়ার উদ্যোগে তার নিজ বাড়িতে এর আয়োজন হয়। গাবসারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার হুরমুজ আলীর সভাপতিত্বে এবং জহুরুল ইসলাম বিজয়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন খান, বামনহাটা একতা বাউল সংঘের সভাপতি আব্দুল জলিল খান, সম্পাদক শহিদুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ।
নামাজ আদায়
ম ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট পৌরসভার পূর্ব ভরনশাহী গ্রামে তাবলীগ জামাতের ইজতেমায় হাজারো মুসলিস্ন একসঙ্গে জুম্মার নামাজ আদায় করেছেন। গত শুক্রবার ধুনট পূর্ব ভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফসলী মাঠে অনুষ্ঠিত জুম্মার নামানের ঈমামতি করেন ঢাকার কাকরাইল মার্কাস মসজিদের মুরব্বী মাওলানা আব্দুর রহিম সাহেব। এ ছাড়া শুক্রবার বাদ ফজর মাওলানা আব্দুর রহিম সাহেব বয়ান শেষে সকাল ১০টা থেকে ইজতেমার পশ্চিম পার্শ্বের টিম সেডে মাদ্রাসার ছাত্রদের উদ্দেশে বিশেষ বয়ান, পশ্চিমপার্শের মাশওয়ারার কামড়ায় স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের উদ্দেশে বিশেষ বয়ান অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়ায় সামাজিক সংগঠন সাক্সেসফুল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে মেধা বৃত্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শন করেন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, অ্যাসোসিয়েশন উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, অধ্যক্ষ আব্দুর রউফ, গোলাম রব্বানী, প্রধান শিক্ষক আবুল বাশার, মাহমুদুর রশীদ, উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক প্রমুখ।
\হ
ফুটবল টুর্নামেন্ট
ম ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে জালালাবাদ কিংস স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি। খেলায় বান্দরবান ফুটবল একাদশের সঙ্গে সওদাগর পাড়া ক্রীড়া সংস্থা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে মধ্যে ৪-০ গোলেই জয় লাভ করে সওদাগর পাড়া ক্রীড়া একাদশ।
জালালাবাদ প্যানেল চেয়ারম্যান কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা তথ্য আফিসার রাশেল উদ্দীন, ঈদগাঁও থানার এসআই নুর আল আহসান, ইসলামপুর বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ
প্রমুখ।
কম্বল বিতরণ
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইল রেল স্টেশন এলাকায় দেড় শতাধিক শীতার্ত মানুষকে ওই কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সার তৈরি প্রশিক্ষণ
ম শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখার বিআরডিবি'র আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পলস্নী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়, বিষয় বিষমুক্ত শাকসবজি চাষ ও ভার্মি কম্পোস্ট সার তৈরি উপর ৩দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইরেসপো বিআরডিবি প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত প্রশিক্ষনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর হোসেন, আরডিও অঞ্জনা রাণী ঘোষ, এআরডিও (ইরেসপো) সাইফুল ইসলাম। প্রশিক্ষণে ৩০ জন মহিলা অংশগ্রহণ করেন।
হাসপাতাল উদ্বোধন
ম বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীতে কেক কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু করলো স্বেচ্ছাসেবী এপেক্স ক্লাবের এপেক্স কেয়ার হাসপাতাল। শনিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট সংলগ্ন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিলস্নার গোমতি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও এপেক্সিয়ান ডাক্তার মুজিবুর রহমান। এপেক্স কেয়ার হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাস, জেলা জামায়াত ইসলামির সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ছাত্র সমন্বয়ক ফরাদুল ইসলাম প্রমুখ।
মাঠ দিবস
ম চান্দিনা (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চান্দিনায় বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল তোষা পাট ও কেনাফ এর বীজ উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ এবং সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার চান্দিনা পৌরসভায় পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, চান্দিনা, কুমিলস্নার উদ্যোগে এ মাঠ দিবস হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর পরিচালক (কারিগরি) প্রকৌশলী মোসলেম উদ্দিন।
পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, চান্দিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজেআরআই'র পরিচালক (জুট টেক্সটাইল) ড. ফেরদৌস আরা দিলরুবা, পিটিসি বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. এ. টি. এম. মোরশেদ আলম, খামার ব্যবস্থাপনা ইউনিট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. লুৎফর রহমান প্রমুখ।
মেডিকেল ক্যাম্প
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বগুড়া রেহেনা ডেন্টাল এন্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারীর উদ্যোগে দুপচাঁচিয়ায় ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু এ ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মফিক উদ্দিন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তালুকদার কাজল, ইউনুছ আলী মহলদার মানিক, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী প্রমুখ।
পরীক্ষা অনুষ্ঠিত
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী এ মেধা বৃত্তি পরিক্ষায় উপজেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২য় ও ৫ম শ্রেণির ৩৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন ভারপ্রাপ্ত ইউএনও ও এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারসহ অনেকে।
মেধাবৃত্তি প্রদান
ম মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মুরাদনগরে স্বপ্নতরী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল হারুন-অর রশিদের বাড়িতে ৬শ' শীতার্ত পরিবার ও ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক ও স্বপ্নতরী সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুলস্নাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুরাদনগরের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রধান আলোচক ছিলেন ইউএনও আবদুর রহমান। মাহবুব হাসান সরকার কমলের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মোমেন কন্ট্রাকশন লি. ব্যাবস্থাপনা পরিচালক আবদুল মোমেন, সমাজ সেবক আমজাদ আলী তসু মিয়া, ইসহাক মুন্সি প্রমুখ।
গণিত অলিম্পিয়াড
ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় প্রথমবারের মত মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা গণিত শিক্ষক ফোরামের আয়োজনে উপজেলার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৮৬৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সদ্য যোগদানকারী ইউএনও রেজওয়ানা কবির। এ সময় সঙ্গে ছিলেন পূর্বধলা জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, প্রধান শিক্ষক বদরুজ্জাজামান, আবু বকর সিদ্দিক তালুকদার, গোলাম মোস্তফা, নিউটন চন্দ্র সরকার, পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন প্রমুখ।
রুকন শিক্ষা বৈঠক
ম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনার সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রুকন শিক্ষা বৈঠক ২০২৪। শনিবার সাঁথিয়া জামায়াত অফিস অডিটোরিয়ামে কোরআন তিলাওয়াত ও দারসের মধ্য দিয়ে শুরু হয় এ সম্মেলন।
অনুষ্ঠিত সম্মেলনে সাঁথিয়া উপজেলা আমীর মাওলানা মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খাঁন, উপজেলা সেক্রেটারি আনিসুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিরোজ, কর্মপরিষদ সদস্য মাহাদী হাসান।
স্বাস্থ্যবিষয়ক কর্মশালা
ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে নাগরিকদের সহজলভ্যভাবে স্বাস্থ্যসেবা অধিকার প্রতিষ্ঠা শীর্ষক প্রকল্পের ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার (১ম দিন) অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সাপ্তাহিক বিক্রমপুর চিত্র পত্রিকার আয়োজনে শনিবার এ কর্মশালা শুরু হয়। এতে ডেভলপমেন্ট সোসাইটি, প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা এবং সাপ্তাহিক বিক্রমপুর চিত্রের ২০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে নাগরিকের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং সেবা গ্রহীতাদের সংখ্যা বৃদ্ধি করা।
প্রশিক্ষক ছিলেন সৈয়দ রোকন উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সাবেক সচিব ও প্রকৃতি সংরক্ষণ কমিটির নির্বাহী পরিচালক কেএম তারিকুল ইসলাম, প্রোগ্রাম কর্মকর্তা গৌতম সান্যাল। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রমপুর চিত্রের প্রধান সম্পাদক শহীদ-ই-হাসান তুহিন, সাব এডিটর শাজাহান মিয়া, সময়ের আলো পত্রিকার প্রতিনিধি জুয়েল রানা, যায়যায়দিন প্রতিনিধি কাজী নজরুল ইসলাম বাবুল প্রমুখ।
সাধারণ সভা
ম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
'৬০ মৌজা সন্দ্বীপবাসীর ন্যায্য অধিকার ফিরিয়ে দাও, দিতে হবে' এ শ্লোগানকে ধারন করে চট্টগ্রামের সন্দ্বীপে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতির আয়োজনে শনিবার কবি আবদুল হাকিম অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির গঠনতন্ত্র প্রকাশসহ আগামী ২ বছরের জন্য সমিতির কমিটি গঠন করা হয়। এতে অধ্যাপক খালেদ মাহমুদকে সভাপতি ও আজমত আলি বাহদুরকে সাধারণ সম্পাদক করে মোট ২৫ সদস্য বিশিষ্ট সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক খালেদ মাহমুদ। ব্যাংকার মোস্তফা হায়দার ও কাজী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহবাক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান।
ইমমোরাল না, ইললিগালও
ম চট্টগ্রাম বু্যরো
ডাক্তারদের কমিশন নেওয়া খালি ইমমোরাল না, ইললিগালও বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশন প্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রামের স্বাস্থ্যখাত নিয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, এটা অনৈতিক, ইললিগাল। এটা কমিশনের রিপোর্টে উলেস্নখ থাকবে। আমি নিজে একজন ডাক্তার। কাজেই আমাদের রিপোর্টে ওরকম পিনপয়েন্ট না থাকলেও বিষয়টি থাকবে।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, অধ্যাপক ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, উমাইর আফিফ প্রমুখ।
উদীচীর সম্মেলন
ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া সংসদের ত্রয়োদশ দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা শহরের কলেজ রোড এলাকায় উদীচী কাপাসিয়া শাখা সংসদ কার্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব। উদীচী কাপাসিয়া সভাপতি নুরুল আমীন সিকদারের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালণায় বক্তব্য রাখেন কাপাসিয়ার সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার, ঢাকা বিভাগীয়-১ এর সদস্য সচিব আনিছুর রহমান, জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কানিসুর রহমান, দৈনিক যায়যায়দিন কাপাসিয়া প্রতিনিধি শাকিল হাসান প্রমুখ।
টুর্নামেন্ট উদ্বোধন
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউপির মধ্যম ইলশা ইউনিক ব্রাদার্স ক্লাবের উদ্যোগে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উদ্বোধনী খেলায় আমেরিকা প্রবাসী নুরুল আবছারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহজাহান চৌধুরী। উদ্বোধক ছিলেন বাহারছড়া বিএনপি সাবেক সভাপতি দেলোয়ার আজিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রচার সম্পাদক ছাবের আহমেদ, অ্যাডভোকেট মিজানুর রহমান, ব্যাংকার হামিদুল ইসলাম, বিএনপি নেতা আকবর হোসেন জামশেদ, জেলা যুবদল নেতা নয়ন মনি, ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম প্রমুখ।
বৃত্তি পরীক্ষা-২০২৪
ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় এলাইট ট্রাস্টের ব্যবস্থাপনায় ্তুঅষরমযঃ ঝপযড়ষধৎংযরঢ় ঊীধসরহধঃরড়হ -২০২৪্থ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলার কেরানিহাটে অবস্থিত এলাইট প্রিমিয়ার স্কুল এন্ড কলেজের সার্বিক সহযোগিতায় এ বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন এলাইট ট্রাস্টের চেয়ারম্যান জসিম উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর রবিউল হাসান খোকন, পরীক্ষা কমিটির আহবায়ক ও এলাইট প্রিমিয়ার স্কুল এন্ড কলেজের সম্মানিত সভাপতি নেজাম উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক সংবাদিক মুহাম্মদ মামুনুর রশিদ, এলাইট ট্রাস্টের পরিচালক ও সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বরুড়ায় শীতবস্ত্র
ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার বরুড়ায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা।
বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব শাহ আলম, বরুড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ড গ্রম্নপের মার্চেন্ডাইজার ও ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শিক্ষক মো. মুজিবুর রহমান মজুমদার, অ্যাডমিশন অফিসার গোলাম রাব্বানী, আহসানুল হক, কবির হোসেন, স্ট্যান্ডার্ড গ্রম্নপের ব্যবস্থাপক সরকার কবির, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাখাওয়াত অভি, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সাবেক সভাপতি গাজী ওবায়দুল হক, ইয়াসিন মিয়া, ইদ্রিস তালুকদার, গেস্নাবাল ইসলামি ব্যাংক কুমিলস্না শাখা ব্যবস্থাপক শাহনুর আলম, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির মো. মাহাদী হাসান অনিক, মোবাশ্বির, হুমায়ুন কবির সবুজ প্রমুখ।