শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শব্দ দূষণ আর ধূলায় অতিষ্ঠ নীলফামারীবাসী

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শব্দ দূষণ আর ধূলায় অতিষ্ঠ নীলফামারীবাসী
দিনাজপুরের ঘোড়াঘাটে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন -যাযাদি

মাত্রাত্রিক্ত শব্দ দূষণ আর ধূলায় অতিষ্ঠ হয়ে উঠেছে নীলফামারী জেলাবাসী। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন স্তরে পরিবর্তনের ছোয়া লাগলেও জঞ্জালের জেলা নীলফামারী যেনো এর ব্যতিক্রম। জঞ্জাল কিছুতেই পিছু ছাড়ছে না জেলাবাসীর।

দানব আকৃতির পাথর-বালু-বাঁশ ভর্তি শতশত ট্রাক-ট্রাক্টরগুলি যখন জেলার ৬ উপজেলা শহরের প্রধান সড়ক দিয়ে দিনরাত সমানে দাবড়ে চলছে তখন অবৈধ ভটভটি-নছিমন-করিমন-পাগলুর সঙ্গে রিকশা, অটোরিকশা-ভ্যানের বিরামহীন জটলায় নাকাল বাসিন্দারা। সর্বত্রই অবাধ বিচরণ এদের। কোন নিয়মনীতির বালাই নেই।

ট্রাফিক আইনের বালাই নেই শহরগুলোতে। যে-যার মতো চলছে। শতকরা ৯৫জন রিকশা, অটোরিকশা, ভ্যান চালক জানেননা জেবরা ক্রসিং কি। সবকিছুই চলছে নিজ নিজ নিয়মে। আর এসব জঞ্জালের সঙ্গে যোগ হয়েছে বিরামহীন প্রচার মাইকের শব্দ। এমনিতেই রিকশা-অটোরিকশা-ভ্যানের অযাচিত হর্ণে শব্দে শহরে কানপাতা দায়, তার উপর উচ্চ স্বরে প্রচার মাইকিং কান ঝালাপালা করে ছাড়ছে বসবাসকারীদের। পাখিডাকা ভোর থেকে অনেক রাত পর্যন্ত চলছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার মাইক, সুলভ মূল্যে জুতা-স্যান্ডেল বিক্রি, বৈদু্যতিক বাতি, বিভিন্ন কোম্পানির লোভনীয় অফার দিয়ে পন্য বিক্রি, শোক সংবাদ, গরু-ছাগল হারানো, সস্তায় গরু-মহিষর মাংস বিক্রির প্রচার, বয়লার মুরগী, ওষুধ ও মোবাইল সিম বিক্রি, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের সভা-সমাবেশের সঙ্গে ওয়াজ-মাহফিলের প্রচার মাইক।

তবে সবকিছুকে ছাপিয়ে গেছে, অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন ক্লিনিক, চিকিৎসকের প্রচার মাইক সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তির প্রচারনা। নীলফামারী সরকারী কলেজের বিএসসির শির্ক্ষাথী আখতারুজ্জামান খান জানান, কলেজ যাওয়ার পথে কানে হাত দিয়ে পথ চলতে হয়। উচ্চ স্বরে মাইকের আওয়াজ যেন কান ঝালাপালা করে দেয়। আর এর সাথে ধূলাকনাতো আছেই। পরিবেশ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক আব্দুলস্নাহ আল মামুন জানান, শব্দু দূষণ রোধে জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড ও হাইড্রলিক হর্ণ জব্দ করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে