টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত মুসলস্নীদের উপর সাদপন্থী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ, খুনিদের গ্রেপ্তার এবং সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে তিন জেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদেও পাঠানো খবওে বিস্তারিত-
ফেনী প্রতিনিধি জানান, টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত মুসলস্নীদের উপর সাদপন্থী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ, খুনিদের গ্রেপ্তার এবং সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে রোববার ফেনী শহীদ মিনার চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শায়খুল হাদীস আলস্নামা নুরুল ইসলাম আদিব। সম্মিলিত ওলামা মাশায়েখ ও তাওহিদী জনতার ব্যানারে বক্তব্য রাখেন জেলা উপজেলার নেতৃবৃন্দ। পরে কয়েক হাজার মাদ্রাসা ও এতিমখানা সহ বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী মিছিল নিয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, টঙ্গী ইজতেমা মাঠে গত ১৮ ডিসেম্বর গভীর রাতে সন্ত্রাসীদের অতর্কিত হামলা ও চার জন নিহতের ঘটনায় জড়িতদের বিচার এবং সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ওলামা মশায়েখ ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে হিলি বাজারের গোডাউন মোড় এলাকা থেকে বিভিন্ন পেস্নকার্ড এবং ফেস্টুন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পওে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জড়িতদের দ্রম্নত বিচার এবং সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। অন্যথায় সামনের দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, রোববার দুপুরে তাহিরপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে তাহিরপুর পূর্ব বাজারে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা মইনুদ্দিন আহমেদ, আব্দুল কাইয়ুম, আব্দুল জলিল, সাবিতুর রহমান, আবু সাইদ প্রমুখ।