নানা অভিযোগ তুলে ফেনী সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাক্তার শোয়েব ইমতিয়াজ নিলয়কে অবাঞ্চিত ঘোষণা করেছে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। তার বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর, জুলাই বিপস্নবের বিরোধিতাকারী, নিয়োগ বাতিল করে বিশেষ প্রক্রিয়ায় জোরপূর্বক যোগদান, বহিরাগত নিয়ে হাসপাতালে প্রভাব বিস্তার, অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগ তোলা হয়।
গত শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা ডা. নিলয়কে অবাঞ্চিত ঘোষণা করে দ্রম্নত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতনদের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় উপস্থিত সভায় কর্মচারীরা জানান, ডা. শোয়েব নিলয় ফ্যাসিবাদের দোসর ছিলেন। ছাগলনাইয়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব থেকে অনত্র বদলি করা হলেও তিনি বিশেষ ম্যানেজে নিয়ম বহির্ভূতভাবে ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও পদে যোগদান করেন। বহিরাগতের মহড়ায় হাসপাতালের পরিবেশ বিনষ্ট করেন।
দীর্ঘদিন ফ্যাসিস্টদের সঙ্গে সখ্যতা রেখেই অনিয়ম দুর্নীতির মধ্য দিয়ে ফেনীতে চাকরি টিকিয়ে রেখেছেন।