সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পৃথক সংঘর্ষে আহত ২২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পৃথক সংঘর্ষে আহত ২২

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পৃথক দুই স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ২২ জন।

গত শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামে ও শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের নজর আলী মোলস্নার (৪৫) সঙ্গে তার চাচাতো ভাই কবির মোলস্নার (৪৫) জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এলাকার কয়েকশ' লোক ঢাল, সড়কি, রামদা, লাঠিসহ ইটপাটকেল নিয়ে সংঘর্ষে অংশ নেয়। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ উপজেলা স্বাস্থ্য কমপস্নক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স সূত্রে জানা যায়, সংঘর্ষে আহত হয়ে স্বাস্থ্য কমপেস্নক্সে ১২ জন ভর্তি হয়েছে। এরা হলেন- কবির মোলস্নার পক্ষের সোহেল মোলস্না (৩৫), জালাল মোলস্না (৫৬), আকলিমা বেগম (৩৫), বিপস্নব মোলস্না (১৮), মতি মোলস্না (৩৫), আজিজুল মোলস্না (৬০) ও নজর আলী মোলস্নার পক্ষের বাবু শেখ (২৫), হেলেনা বেগম (৩২), আবির শেখ (১৪), নজর আলী মোলস্না (৪৫), মহেদ আলী (৩৫), হেলেনা (৩৪)।

অন্যদিকে উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে শনিবার বিকাল ৪টায় শুরু হয়ে দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন বাচ্চু মোলস্না (৪০), সানু বেগম (৬০), মোহাম্মদ মোলস্না (৭০), রব মোলস্না (৭৫) ও আলী মোলস্না (৭০)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে আধিপত্য নিয়ে ভুলু মোলস্না (৭০) ও রব মোলস্নার (৭৫) মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। অতীতে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ শনিবার বিকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৭ জন আহত হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই স্থানেই পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে