সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাটে তারেক রহমানের নির্দেশে শীতবস্ত্র বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঘোড়াঘাটে তারেক রহমানের নির্দেশে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ শীতার্থদের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

গত শনিবার দুপরে ঘোড়াঘাট পৌরসভাধীন জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ৭২০ জন অসহায় দুস্থ শীতার্তকে কম্বল বিতরণ করেন। বিতরণী অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান গোর্কি।

একইদিন দুপুর ২টায় রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সেখানে তিনি উপজেলার ৪টি ইউনিয়নের ৮৭০ জন অসহায় দুস্থ শীতার্তকে কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে