আশুলিয়ায় অবস্থিত লুসাকা গ্রম্নপের আওতাধীন তাম্মাম ডিজাইন লিমিটেড ও বেক নীট লিমিটেডে নারী শ্রমিকদের যৌন হয়রানি বন্ধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। পাশাপাশি বেআইনিভাবে চাকরিচু্যত ৮৫ জন শ্রমিককে পুনর্বহালের দাবিও জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
সমাবেশে ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, 'আশুলিয়ায় অবস্থিত লুসাকা গ্রম্নপের আওতাধীন তাম্মাম ডিজাইন লি. ও বেক নীট লি.-এ কর্মরত নারী শ্রমিকেরা প্রতিনিয়ত মিডলেভেল ম্যানেজমেন্ট-এর ৩ কর্মকর্তার মাধ্যমে যৌন হয়রানির শিকার হচ্ছেন। এ কারখানায় নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও ছুটির টাকা পরিশোধ না করে বেআইনিভাবে চাকরিচু্যতি নিত্যদিনের ঘটনা। এসব ঘটনার প্রতিবাদ করলেই কারখানা কর্তৃপক্ষের নির্দেশে বহিরাগত মাস্তান দিয়ে শ্রমিকদের প্রাণনাশের হুমকি ও বেআইনিভাবে চাকরিচু্যত করা হয়।'
তিনি আরও বলেন, 'এরই ধারাবাহিকতায় গত ৪ ডিসেম্বর কর্মরত নারী শ্রমিকদের মিডলেভেল ম্যানেজমেন্ট-এর ৩ কর্মকর্তার মাধ্যমে যৌন হয়রানির প্রতিবাদ করায় বেআইনিভাবে ৮৫ জন শ্রমিককে চাকরিচু্যত করে। কারখানা কর্তৃপক্ষের এমন কর্মকান্ড বাংলাদেশ শ্রম আইন মোতাবেক অসৎ শ্রম আচরণের সামিল।'
সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলাম, দফতর সম্পাদক মো. রিয়াদ হোসেন, নারী কমিটির সাধারণ সম্পাদক মিস ক্যামেলিয়া হাসান, সাংগঠনিক সম্পাদক মিস সুরাইয়া জেসমিন রুমা প্রমুখ।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল শ্রম উপদেষ্টা ও শ্রম সচিব বরাবরে স্মারকলিপি দিতে যান।