ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাস চাপায় মহিলা ও কুড়িগ্রামের রাজারহাটে অজ্ঞাত গাড়ির চাপায় বৃদ্ধের মৃতু্য হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাস চাপায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক মহিলা নিহত হয়েছে। গত রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মারগুব তৌহিদ বলেন, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর (রাজমনি হোটেলের) সামনে রাস্তা পারাপারের সময় দ্রম্নতগতির একটি বাস অজ্ঞাতনামা এই মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বয়স হবে আনুমানিক ৬০ হবে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সকালে রাজারহার-তিস্তা মহাসড়কের মন্ডলের বাজার নামক এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকার সড়কের পাশে এক বৃদ্ধের লাশ দেখতে পায় পথচারীরা। পথচারীদের চিৎকারে এলাকাবাসী এসে লাশ শনাক্ত করে। সড়ক দুর্ঘটনায় কবলিত লাশের নাম মহিরউদ্দিন (৮৬)। তিনি রাজারহাট সদর ইউনিয়নের কিশামত পুনঃকর গ্রামের বাসিন্দা। সকালে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃতু্য ঘটে বলে ধারণা এলাকাবাসীর। পরে এলাকাবাসীরাই তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে জানাজা শেষে দাফন করে।