সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রামগড়ে পাঁচ ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রামগড়ে পাঁচ ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির রামগড়ে ৫টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভাটার মালিকদের চার লাখ টাকা জরিমানাসহ চারটি ভাটার চুলিস্ন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়েছে। সোমবার রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তুহিন উপজেলার বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম এবং বন বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, ৫ ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লংঘন করায় ৫টি পৃথক মামলায় আপন ব্রিকস, মেঘনা ব্রিকস,নুরজাহান ব্রিকস প্রত্যেককে একলাখ করে এবং হাজেরা ব্রিকস, নুরুল ইসলাম ব্রিকসকে পঞ্চাশ হাজার করে মোট ৪ লাখ টাকা অর্থদন্ড দিয়ে তাৎক্ষনিক তা আদায় করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় ৪ ইট ভাটার চুলস্নী পানি দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং আইন অমান্য করে ভবিষ্যতে ইটভাটা পরিচালনা করা হবেনা মর্মে ইটভাটা মালিকদের কাছে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে