খাগড়াছড়ির রামগড়ে ৫টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভাটার মালিকদের চার লাখ টাকা জরিমানাসহ চারটি ভাটার চুলিস্ন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়েছে। সোমবার রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তুহিন উপজেলার বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম এবং বন বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, ৫ ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লংঘন করায় ৫টি পৃথক মামলায় আপন ব্রিকস, মেঘনা ব্রিকস,নুরজাহান ব্রিকস প্রত্যেককে একলাখ করে এবং হাজেরা ব্রিকস, নুরুল ইসলাম ব্রিকসকে পঞ্চাশ হাজার করে মোট ৪ লাখ টাকা অর্থদন্ড দিয়ে তাৎক্ষনিক তা আদায় করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় ৪ ইট ভাটার চুলস্নী পানি দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং আইন অমান্য করে ভবিষ্যতে ইটভাটা পরিচালনা করা হবেনা মর্মে ইটভাটা মালিকদের কাছে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।