বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, বিএনপি করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে হবে। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ এবং জাতি এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় নেই। কিন্তু তাদের দেশ বিরোধী ষড়যন্ত্রও থেমে নেই। সমাজে আওয়ামী লীগের লোকগুলো আছে, তাদের দোসররাও আছে। আমাদের দেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে যারা আওয়ামী লীগকে ভেতওে ভেতরে সমর্থন করছে। গোপনে তারা আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।'
রোববার বিকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা পরিষদ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশেষ কর্মী সভায় তিনি এ কথা বলেন। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বিশেষ কর্মী সভা শেষে ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি'র কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
কর্মী সভায় উপজেলা বিএনপির সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির কমিটির সদস্য ও ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাজান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন প্রমুখ।