সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

তিন জেলায় যুবকসহ ৩ জনকে হত্যা

গোবিন্দগঞ্জে বালু চাপায় একজন নিহত দুই জেলায় আরও দুই লাশ উদ্ধার
স্বদেশ ডেস্ক
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তিন জেলায় যুবকসহ ৩ জনকে হত্যা

তিন জেলায় ছিনতাই, জমি নিয়ে বিরোধে যুবকসহ তিনজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে এসব হত্যার ঘটনা ঘটে। এদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুর নীচে চাপা পড়ে একজনের মৃতু্য হয়েছে। অন্যদিকে, ময়মনসিংহের ভালুকা ও চাঁদপুরের ফরিদগঞ্জে দুই মরদেহ উদ্ধার হয়। আঞ্চলিক সটাফ রিপোর্টার ও প্রতিনিধিদেও পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিলস্নাল মিয়া-(৬০) নামে এক অটোরিকশা গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে নিহত বিলস্নালের লাশ উদ্ধার করে পুলিশ। বিলস্নাল উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুরপাড়ার আবদুল জব্বার মিয়ার ছেলে। নিহতের বড় ভাই রহমত উলস্নাহ বলেন, রোববার বিকালে বাড়ি থেকে বের হয় বিলস্নাল মিয়া। রাতে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। সোমবার সকালে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে খবর দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ওসি বিলস্নাল হোসেন বলেন, রাতে বিলস্নাল মিয়া অটোরিকশা চালিয়ে কোথাও যাওয়ার পথে যাত্রী বেশে কয়েকজন ছিনতাইকারী অটোরিকশায় ওঠে। পওে তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আহম্মেদ হোসেনকে (৪৫) ধারালো অস্ত্রাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন।

রামদিয়া গ্রামের বাসিন্দারা জানান, গ্রামে দীর্ঘদিনের জমিজামা সংক্রান্ত বিরোধে আনসার আলী গং এবং গোলাম সরোয়ার মিঠু গংয়ের মধ্যে চরম শত্রম্নতা চলছিল। এ বিরোধ শেষ পর্যন্ত হত্যাকান্ডের রূপ নিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববার রাতে রামদিয়া গ্রামের মাঝেরপাড়া পুরাতন মসজিদের সামনে দুইপক্ষের প্রকাশ্য বাকবিতন্ডায় শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রামদিয়া গ্রামের মরহুম বিসারত হোসেনের ছেলে আহম্মেদ হোসেনকে আনসার আলী গংয়ের লোকজন ধারালো দা দিয়ে আক্রমণ করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। অবনতি হলে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দিলে পথে তার মৃতু্য হয়। আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, ঘটনার পর পরই অপরাধী ধরতে অভিযান শুরু হয়েছে। মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে জায়গা সংক্রান্ত ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত রজব আলী (৩৫) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। গত রোববার রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। নিহত রজব আলী ওই গ্রামের গুল মামুদেও ছেলে।

জানা যায়, ওই গ্রামের কাজল মিয়া ও মুহিবুর মিয়ার মধ্যে জায়গা ও বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১২ ডিসেম্বর উভয়পক্ষের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। বানিয়াচং থানার ওসি কবির হোসেন জানান, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রজব আলী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃতু্য হয়েছে। তবে মরদেহ এখনো বাড়িতে আসেনি।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পলস্নীতে ট্রাক্টরে বালু তোলার সময় বালুর নীচে চাপা পড়ে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। সোমবার এ ঘটনায় মৃতু্যর শিকার শ্রমিকের নাম আব্দুল ওয়াহেদ (৫৫)। তিনি উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, সকালে তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের পাশের করতোয়া নদীর তীর থেকে বালু ট্রাক্টরে তোলা হচ্ছিল। এক পর্যায়ে উপর থেকে হঠাৎ একটি বালুর স্তর ভেঙে পড়লে আব্দুল ওয়াহেদ এর নীচে চাপা পড়েন। এ সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃতু্য হয়।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকায় গত শুক্রবার নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নিশিন্দা গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু রেদুয়ান (৮) উপজেলার বহুলী এলাকার আশরাফুল আলমের ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার রেদুয়ান বাবার বাড়ি থেকে তার মায়ের সঙ্গে নানা বাড়ি নিশিন্দা বেড়াতে আসে। পরে শুক্রবার দুপুর হতে ছেলেটি নিখোঁজ হয়। রোববার ভালুকা মডেল থানায় জিডি করেন। এরমধ্যে অজ্ঞাত এক নাম্বার থেকে কল দিয়ে ৪০ হাজার টাকা দাবি করে। রোববার বাড়ির পাশে মৎস্য খামারে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাতে লাশ উদ্ধার করে।

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ৮দিন পর পুকুরে ভাসমান অবস্থায় সুফিয়া বেগম(৭৪) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুর থেকে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুফিয়া বেগম তার পিতার বাড়ি একই ইউনিয়নের সেকদি হাজী বাড়ী থেকে গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে