সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রাঙামাটিতে পাহাড়ের জুমে উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শনী

স্টাফ রিপোর্টার, রাঙামাটি
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাঙামাটিতে পাহাড়ের জুমে উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শনী

পাহাড়ের নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে পাহাড়ের জুমে উৎপাদিত কৃষি পন্যের প্রচার ও প্রসারে রাঙামাটিতে পাহাড়ের জুমের উৎপাদিত কৃষি পণ্যেও মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শহরের নিউ মার্কেট এলাকায় আশিকা কনভেনশন হলে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভের আয়োজনে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

মেলায় পাহাড়ে জুমে উৎপাদিত বিভিন্ন ফসল, বিভিন্ন জুমের চাল, সবজি, তিল, আলু, ফল, প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি জুমিয়াদের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করা হয়। এ মেলার মাধ্যমে দর্শনার্থীরা পাহাড়ে জুমচাষ, জুমের ফসল, জুমিয়াদের জীবনধারা, তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা পাবে বলে মনে করছে আয়োজকরা।

মেলাটিতে জুমের উৎপাদিত বিভিন্ন ফসল, সবজি, সবজির বীজ ও জুমিয়াদের ব্যবহার্য পোশাক নিয়ে মোট ২০টি স্টল সাজানো হয়েছে।

মেলা উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আওয়ালীন খালেক।

পরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় কৃষিবিদ পবন কুমার চাকমা, সিএইচটি উইমেন এ্যাক্টিভিস্ট ফোরামের রাঙামাটি উপদেষ্টা সুম্মিতা চাকমা, প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা ও হেডম্যান শান্তি বিজয় চাকমাসহ পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে