জনগণের কিভাবে উন্নয়ন হবে তার জন্যই কাজ করবে জনপ্রশাসন। তাই জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা।
সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা এ কথা জানান।
জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা জানান, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জনপ্রশাসনকে সুন্দর কাঠামোর ওপর দাঁড় করানো সকলের দায়িত্ব। সরকারের উদ্দেশ্য জনগণ ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে আনা। সরকারি কর্মচারীদের কাজ স্বচ্ছ রাখতে নাগরিকরা সেবা চাচ্ছেন বা সেবা পেতে কোথায় সমস্যা দেখছেন এবং সমাধান কীভাবে সম্ভব, সেসব বিষয়ে নাগরিকদের মতামত জানতে চান।
সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, ড. মো. হাফিজুর রহমান ভূঞা, মিহরাজ আহমেদ এবং মেহেদী হাসান। সভার সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।