প্রায় সাড়ে ৪ মাস পর দিনাজপুরের হিলিতে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাঈমের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।
সোমবার দিনাজপুর জেলা আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনের প্রতিনিধির উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। বিষয়টি জানিয়েছেন, হাকিমপুর থানার ওসি সুজন মিঞা।
ওসি সুজন মিঞা বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হিলি পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে আগুনে পুড়ে মারা যায় নাঈম ও সূর্য নামের দুই ছাত্র। নিহত নাঈম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্র গ্রামের আব্দুল মালেকের ছেলে। ৫ আগস্ট আগুনে পুড়ে নাঈম ও সূর্য নিহতের মামলা হয়। ওই মামলায় এর আগে আদালতের নির্দেশে সূর্যের লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য নাঈমের লাশ উত্তোলন করা হয়েছে।
জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, সাড়ে ৪ মাস পর দিনাজপুরের হাকিমপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মোহাতাসিন হাসান ফাহিম ওরফে নাঈমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাহআলম শোভন, হাকিমপুর ওসি (তদন্ত) এ এস এম জাহাঙ্গীর আলম ও পাঁচবিবি থানার এসআই সহিদুল ইসলাম সহিদ, হাকিমপুর থানার সাব ইন্সপেক্টর ও মমলাটির আইও মুস্তাফিজুর রহমান প্রমুখ।