রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
ভাঙ্গায় মহাসড়কে ডাকাতি

৪টি পিকআপসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
৪টি পিকআপসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ভাঙ্গায় মহাসড়কে পিকআপসহ গরু ও মাছ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত। তারা হলেন- ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্রামের পারভেজ মুন্সী (২৭), শরীয়তপুর জেলার গোঁসাইরহাট উপজেলার নাগেরপাড়া গ্রামের আরাফাত হোসেন (২৬), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী জুনাশুর গ্রামের সোহেল কাজী (২৩), জুয়েল কাজী (২২), কোটালিপাড়া উপজেলার ফুসলা ইউনিয়নের কান্দি গ্রামের মিন্টু শেখ(৫৫), ধোরার গ্রামের সাগর (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের মেহেদী হাসান মৃধা (২৮)।

পুলিশ ডাকাতদের কাছে থেকে মহাসড়কে ডাকাতি হওয়া দুইটি পিকআপসহ মোট চারটি পিকআপ, নগদ টাকা, ডাকাতি হওয়া মোবাইল ও ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, চাপাতি, ছোড়া, হাতুড়ি উদ্ধার করেছে।

ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান জানান, গত ৪ ও ৫ নভেম্বর ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় ও হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় দুটি ডাকাতির ঘটনা ঘটে। একটি ঘটনায় তিনটি গরুসহ পিকআপ ও অপর ঘটনায় পাঙ্গাশ মাছসহ পিকআপ ডাকাতদল ছিনিয়ে নিয়ে যায়।

এ দুই ঘটনায় ভাঙ্গা থানায় পৃথক দুটি ডাকাতি মামলা হয়। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ গত শুক্রবার রাতে পারভেজ মুন্সী ও আরাফাত হোসেনকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পিকআপসহ গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড থেকে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একজনকে শনিবার দিবাগত রাত সাড়ে চারটায় কেরানীগঞ্জ থেকে আরও দুটি পিকআপসহ গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে পারভেজ ও আরাফাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকী ৫ জনের ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে