রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
পুলিশের ওপর আস্থা ফেরানোর চেষ্টা ওসির

কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনমনে স্বস্তি

কয়রা (খুলনা) প্রতিনিধি
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনমনে স্বস্তি

খুলনা জেলার কয়রা থানায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্বস্তি ফিরেছে মানুষের মশ্যে। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক যোগদান করার পর থেকে অপরাধ প্রবণতা কমতে শুরু করেছে। যার ফলে পুলিশের প্রতি জনগনের আস্থা বেড়েছে।

জানা গেছে, গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে সারা দেশের ন্যায় কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এলাকায় ঘটতে থাকে অপরাধ মুলক কর্মকান্ড। কয়রা থানার ওসি হিসাবে জিএম ইমদাদুল হক ২০২৪ সালের ১১ নভেম্বর যোগদান করার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার নেতৃত্বে পুলিশ বাহিনীর নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

থানা তথ্যনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৫১ জন আসামির গ্রেপ্তারী পরওয়ানা তামিল করা হয়েছে। বডি প্রেরণ করা হয়েছে জিআর-৫ ও সিআর-৩৬টিসহ মোট ৪১টি। ১৫ মামলা নিস্পত্তি হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি আটক হয়েছে ৩ জন, মাদকমামলা হয়েছে ৬টি, আসামি আটক হয়েছে ৭ জন, গাঁজা জব্দ করা হয়েছে ৯৩৫ গ্রাম, ইয়াবা জব্দ করা হয়েছে ৬০ পিস। নভেম্বর মাসে মামলা হয়েছে ১৫টি।

ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী বলেন, কোন মানুষ বিপদে পড়ে থানায় গেলে ওসি ইমদাদুল মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেন। জুলাই-আগস্টের বিপস্নবের পর ভেঙে পড়া আইনশৃঙ্খখলা পুনর্উদ্ধার ছিলো কঠিন কাজ। তিনি মেধা ও যোগ্যতার মাধ্যমে আইনশৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম নেতা শিক্ষক আব্দুর রউফ বলেন, বিগত ১৬ বছর পুলিশের ব্যাপারে মানুষের ভিন্ন ধারনা ছিল। বর্তমানে সেই ধারনার অনেকটা পরিবর্তন হয়েছে। বর্তমানে পুলিশ সেবার মন মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।

কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুল আলম বলেন, বর্তমান ওসি যোগদান করার পর মানুষ সুবিচার পাচ্ছে। সকলে ন্যায় বিচার ও সমান সুযোগ-সুবিধা ভোগ করছে। এ পরিবর্তন হয়েছে তিনি যোগদান করার পর থেকে।

কয়রা থানার ওসি জিএম ইমদাদুল হক বলেন, জনগনের সেবাই পুলিশের ধর্ম। পুলিশ সুপারের নির্দেশে শান্তিপূর্ণভাবে মানুষের সেবা অব্যহত রেখেছি। উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের জন্য আমার দরজা সব সময় খোলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে