রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

কম্বল বিতরণ

ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে গত রোববার সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন স্থানে দুঃস্থ-অসহায়দের কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে সন্ধ্যা ৭টায় শতাধিক নারী-পুরুষকে কম্বল বিতরন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস। এ সময় সদর ইউএনও আসমা বিনতে মজিদ, সদর (এসিল্যান্ড) আশরাফুল কবীর, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

সহায়তা প্রদান

ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার দাউদকান্দির সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিহত শ্রমিক খুকি আক্তারের পরিবাকে সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে সোনালী আঁশ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে নিহত খুকি আক্তারের স্বামী উপজেলার বারোপাড়া ইউনিয়নের সফিবাদ গ্রামের আলমাছ মিয়া ও ছেলে মো. বাপ্পির হাতে এক লাখ টাকার চেক দেওয়া হয়। চেক হস্তান্তর করেন প্রতিষ্ঠানের প্রকল্প প্রধান নুরুল ইসলাম, এডমিন (প্রশাসন) নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সিবিএ সভাপতি মনিরুজ্জামান মনির।

ওরস শরিফের প্রস্তুতি

ম এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত 'বিশ্ব শান্তি মঞ্জিল' এনায়েতপুর পাক দরবার শরীফের ১১০তম পরম পবিত্র ওরস শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটি জানিয়েছে, অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আগত জাকেরান ও মুসলিস্নদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। এবারের ওরস শরীফে দেশ-বিদেশ থেকে বহু ভক্তের সমাগম আশা করা হচ্ছে।

আগামী ২১ শে পৌষ ১৪৩১ বাংলা, ৪ রজব ১৪৪৬ হিজরী, ৫ জানুয়ারি ২০২৫ ইং; রোজ রোববার ওরস শরীফ উদযাপিত হবে।

ওরস শুরু

ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে মহাসমারোহে উদ্বোধন করা হয়েছে ৭ দিনব্যাপী বার্ষিক পাগলা বাবার দরবার শরীফের পবিত্র ওরস মোবারক। গত রোববার রাতে উপজেলার উত্তর কিসামতজালস্না পাগলা বাবার দরবার শরীফে এর উদ্বোধন করেন প্রধান অতিথি ইসলামপুর বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল। জামালপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পাগলা বাবার দরবার শরীফের সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দরবার শরীফের সম্পাদক শাহ্‌ মো. আবির আহম্মেদ বিপুল মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক শ্রম ও বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু প্রমুখ।

দায়িত্ব গ্রহণ

ম লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন লাকসাম ইউএনও কাউছার হামিদ। স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের উপসচিব কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউএনও কাউছার হামিদকে পৌর প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর দেশের সব পৌরসভার মতো লাকসাম পৌর মেয়র আবুল খায়েরকে অপসারণ করা হয়। এরপর ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগ, কুমিলস্নার উপ-পরিচালক এস.এম গোলাম কিবরিয়াকে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ ১৭ ডিসেম্বর ইউএনও কাউছার হামিদকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আমিরদের শপথ

ম লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা শাখার ২০২৫-২০২৬ ইং সেশনের জন্য নির্বাচিত ইউনিয়ন আমীরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান উপজেলা আমীর অধ্যাপক আসাদুলস্নাহ ইসলামাবাদী। নব নির্বাচিত ইউনিয়ন আমীররা হলেন-লোহাগাড়া ইউনিয়ন- মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন অধ্যাপক মুহাম্মদ হাসান, পদুয়া ইউনিয়ন মাওলানা আ.ক.ম হামিদুল হক, চরম্বা ইউনিয়ন মাওলানা সামশুল আলম হেলালী, কলাউজান- ডাক্তার সিদ্দিক আহমেদ, পুটিবিলা ইউনিয়ন ডাক্তার নাজিম উদ্দীন, আধুনগর ইউনিয়ন -মাওলানা আব্দুল কাদের। চুনতি ইউনিয়ন- মাওলানা সলিমুলস্নাহ প্রমুখ।

পাগড়ি প্রদান

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের পূর্ব বাগমারা মোহাম্মদিয়া সুন্নিয়া নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা ও হেফজখানা-এতিমখানার ছাত্র-ছাত্রীদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত রোববার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মুফতি মাওলানা নেছার উদ্দীন মুনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্‌জাহান চৌধুরী। উদ্বোধক ছিলেন ব্যবসায়ী মো. ফোরকান। বিশেষ অতিথি ছিলেন হারুনুর রশিদ চৌধুরী, সাবেক জেলা ছাত্রদল নেতা ব্যাংকার হামিদুল ইসলাম, যুবদল নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মিজান, মো. সোহেল প্রমুখ।

মেধাবৃত্তি প্রদান

ম মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মুরাদনগরে স্বপ্নতরী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। গত শনিবার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল হারুন-অর রশিদ বিএসসি বাড়িতে ৬শ' শীতার্ত পরিবার ও ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক ও স্বপ্নতরী সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুলস্নাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুরাদনগরের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রধান আলোচক ছিলেন ইউএনও আবদুর রহমান। মাহবুব হাসান সরকার কমলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোমেন কন্ট্রাকশন লি. ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোমেন, সমাজ সেবক আমজাদ আলী তসু মিয়া, ইসহাক মুন্সি প্রমুখ।

পরিচিতি সভা

ম বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে বাংলাদেশে তৃণমূল অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু শাসনকে শক্তিশালী করা (এসসিজিজিপি) প্রকল্পের ধারণা, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি এবং বাস্তবায়নের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিধি ছিলেন ইউএনও বশির গাজী। ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের সহযোগিতায় এবং ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ওয়েব ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার আমিনুর রহমান। ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প অফিসার মো. মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানজিলা আহমেদ, যুব উন্নয়ন অফিসার সমীর চন্দ্র শীল, সাপ্তাহিক বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, স্থানীয় এনজিও ইজওয়ার সহ-সভাপতি আসাদুল ইসলাম চিনু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

প্রধান উপদেষ্টার ত্রান ভান্ডার হতে প্রাপ্ত কম্বল নওগাঁর পোরশায় শীতার্তদের বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গত রোববার রাতে নিতপুর ইউনিয়নের বিষ্ণপুর মাদ্রাসার শীতার্ত শিশু শিক্ষার্থীদের কম্বল বিতরণ করেন ইউএনও আরিফ আদনান। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

\হ

সংবর্ধনা প্রদান

ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

প্রবাসী রেমিট্যান্স পাঠানোতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সম্মান পাওয়ায় ওমান প্রবাসী নুর মোহাম্মদকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। গত রোববার বিকেলে নোয়াখালীর সেনবাগের মগুয়া বাজারে সংবর্ধনা দেওয়া হয়। সমাজ সেবক গোলাম মোস্তফা মাছুমের সভাপতিত্বে ও ব্যবসায়ী বশির উল্যাহ চৌধুরী রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক মাস্টার আবু ইউসুফ। বিশেষ বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ওমান প্রবাসী ব্যবসায়ী নুর মোহাম্মদ সি আইপি। আরও বক্তব্য রাখেন সমাজ সেবক মাওলানা আবদুল মতিন, গোলাম সারোয়ার, সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন প্রমুখ।

মৃতু্যবার্ষিকী পালিত

ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি কে আলী পস্নাজার স্বত্ত্বাধিকার করম আলীর স্ত্রী ও পৌর যুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শায়েস্তাগঞ্জের বাণী সম্পাদক-প্রকাশক মঈনুল হাসান রতনের মা শামসুন্নাহার বেগমের তৃতীয় মৃতু্যবার্ষিকী পালন করা হয়েছে। গত রোববার দিনব্যাপী কোরআন খতম, মিলাদ মাহফিল, শিরনী বিতরণ, কবর জিয়ারত, পাঁচশতাধিক অসহায় মানুষকে খাবার বিতরণের মধ্য দিয়ে এ মৃতু্যবার্ষিকী পালন করা হয়। ২০২১ সালের ২২ ডিসেম্বর তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃতু্যবরণ করেন।

সেমিনার অনুষ্ঠিত

ম শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সবাজসেবা কার্যালয়ের আয়োজনে, সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও সুকান্ত সাহার সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম ফজলুল করিম, একে আজাদ ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী। আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, পলস্নী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার নিতিষ বর্মন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান, শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার প্রমুখ।

স্কলারশীপ প্রদান

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহরে কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে সোমবার উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও দেদারুল ইসলাম। বিকশিত নারী ও শিশ কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, মাকসুদ রানা, বিএনএসকেএস এর কোষাধ্যক্ষ সুফিয়া খাতুন ও ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত প্রমুখ।

মতবিনিময় সভা

ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

গত রোববার মনোহরদী থানার আয়োজনে ওসির কার্যালয়ে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্নীতিমুক্ত মনোহরদী গড়ে তুলতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই বলে মন্তব্য করেছেন মনোহরদী থানার নবাগত ওসি মুহাম্মদ আব্দুল জাব্বার। সভায় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজমিরী সুলতানা, সহ-সভাপতি কামাল উদ্দীন বাদল,সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে বেসরকারি এনজিও সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আইএসআইজিওপি প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সোমবার এ সভা হয়। রিকের পলাশ শাখার ম্যানেজার জামিউল ইসলাম মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা সমন্নয়কারী মাইনুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মাসফিকা হোসেন। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার কাউছার আলম, সমাজসেবা অফিসার রিজা আক্তার, রিকের কর্মকর্তা মেহেদী হাসান, শারমিন সুলতানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা।

আইনশৃঙ্খলা সভা

ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাকক্ষে ইউএনও মারুফ হাসানের সভাপতিত্বে সভায় এসিল্যান্ড সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে সাহান পারভেজ, হাবিবুর রহমান হাবু, ওয়াক্কাস কাঞ্চন, নিমাই চন্দ্র দেবশর্মা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিতু চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল ওয়ারেস, সদস্য সচিব শামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এসএবিডি অ্যাওয়ার্ড

ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বীরগঞ্জ দিনাজপুর (এসএবিডি) বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের সঙ্গে প্রতি বছর প্রদান করছে এসএবিডি অ্যাওয়ার্ড। এবার এসএবিডি অ্যাওয়ার্ড-২০২৩ এর জন্যব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত চক্ষু হাসপাতাল 'বিবি কাঞ্চন চক্ষু হাসপাতাল'কে মনোনিত করা হয়। গত রোববার বিকেলে বীরগঞ্জ সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে এসএবিডি'র সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সাবেক সম্পাদক আতিকুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ লেখক ও গবেষক ড. একেএম মাসুদুল হক। বক্তব্য রাখেন হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চক্ষু বিশেষ্ণ ডা. আব্দুল লতিফ, বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক আব্দুল মতিন, মনোয়ার আহম্মেদ সিদ্দিকী প্রমুখ।

মতবিনিময় সভা

ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফকিরহাট শাখার নেতৃবৃন্দদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দলীয় কার্যালয়ে ফকিরহাট সভাপতি মাওলানা হাবিবুলস্নাহর সভাপতিত্বে এ সভা হয়। এ সময় বাগেরহাট ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবু বকর, ফকিরহাট সভাপতি মাওলানা আল আমীন, বা.মুক ফকিরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউনুস আলী, ইসলামী যুব আন্দোলনের ফকিরহাট সাধারণ সম্পাদক মাছুম বিলস্নাহ, ইসলামী ছাত্র আন্দোলন ফকিরহাট সভাপতি ইয়াছিন শেখ, ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্রিকেট টুর্নামেন্ট

ম ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আইউব আলী খান কমপেস্নক্স মাঠে গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার ১২টি দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক হাবিবুল বাশার সুমন। টুর্নামেন্ট আয়োজক কমিটির পরিচালক বিলস্নাল হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহসান হাবীব, মো. হাছান, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহেল খান, রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে