ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে "বায়োমেকানিক্স অব মেন্টাল হেলথ" শীর্ষক সেমিনার আজ ২৪ ডিসেম্বর ২০২৪, রোজ মঙ্গলবার, বিকাল ২:৩০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আমেরিকা ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো: তাহের আবু সাইফ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়'র (বুয়েট) উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. বদরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান। এছাড়াও বক্তব্য প্রদান করেন ইউআইইউ স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, ইউআইইউ সিএসআইআরএস'র পরিচালক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং প্রক্টর ড. রুমানা আফরিন এবং এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান।
আলোচনার শুরুতে অধ্যাপক ড. মো. তাহের আবু সাইফ যুক্তরাষ্ট্রে তার গবেষণার অভিজ্ঞতা তুলে ধরেন। একই সাথে গুনী এই বিজ্ঞানী আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে উচ্চতর গবেষণার জন্য একটি মাইক্রো-ইলেক্ট্রনিক্স ল্যাব স্থাপনের বিষয়ে। সেজন্য তিনি বুয়েটসহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একসাথে কাজের আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. বদরুজ্জামান তার শিক্ষা এবং গবেষণার অভিজ্ঞতাগুলো তুলে ধরেন। এ সময় তিনি মানসম্মত উচ্চশিক্ষা এবং গবেষণায় করনীয়গুলো বিষয়ে জোর দেন। একই সঙ্গে তিনি শিক্ষা এবং গবেষণায় ইউআইইউর সঙ্গে আরও বেশি কাজের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি