নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) 'চীন-দক্ষিণ এশিয়া: সভ্যতা ও যোগাযোগ: ইতিহাস ও সমসাময়িক বিষয়' শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি)-এর চীন-দক্ষিণ এশিয়া সেন্টার ফর সোশিওকালচারাল স্টাডিজ (সিএসসিএসএস) এবং চীনের ইউনান ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির এসআইপিজি এবং সিএসসিএসএস-এর পরিচালক অধ্যাপক এসকে তৌফিক এম. হকের উষ্ণ অভ্যর্থনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, এরপর বক্তব্য রাখেন সম্মেলন আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনান ইউনিভার্সিটির অধ্যাপক হি মিং, পাওয়ার চায়নার ডেপুটি কান্ট্রি ম্যানেজার মি. হান কুন, এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট মি. ঝাও শিবো। তারা চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যে আরও গভীর সামাজিক, সাংস্কৃতিক এবং একাডেমিক সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তি