মেহেরপুরের গাংনীতে আলমগীর হোসেন (৩২) নামের এক যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে ও দোষিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের নেতৃত্বে গাংনী বাজার বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়।
পরে সমাবেশে বক্তব্য রাখেন গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইনসু, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, উপজেলা যুবদলের আহবায়ক ছাইদুল ইসলাম ও সদস্য সচিব এনামুল হক এবং জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপস্নব।
বক্তারা আলমগীর হোসেনের এ নৃশংস খুনের প্রতিবাদ জানান ও অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবী জানান।
প্রসঙ্গ, গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে উপজেলার সহড়াবাড়ীয়া-কামারখালী মাঠের মধ্যে একটি বাবলা গাছের নীচে হাত পা বেধে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুবৃর্ত্তরা।