মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

দক্ষিণখান মাইলস্টোন কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

  ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
দক্ষিণখান মাইলস্টোন কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
দক্ষিণখান মাইলস্টোন কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

শিক্ষাজীবনে লালিত স্বপ্নকে বাস্তবায়নের প্রত্যয় নিয়ে আনন্দমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে মাইলস্টোন কলেজ দক্ষিণখানে। ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের।

গত ৩১ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইলস্টোন কলেজ দক্ষিণখানের অধ্যক্ষ প্রফেসর এম এ মান্নান। প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। অন্যদের মধ্যে মাইলস্টোন কলেজ দক্ষিণখানের পরিচালক মিসেস ফাল্গুনী অধিকারী, মো. মোতাসিম বিলস্নাহ, সহকারি পরিচালক মিসেস বিলকিস আক্তার এবং প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

1

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর এম এ মান্নান শিক্ষার্থীদের কলেজ জীবনের দায়িত্ব, শিক্ষা এবং উন্নতির ওপর গুরুত্বারোপ করে তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্য উৎসাহিত করেন। এছাড়াও কলেজের পরিবেশ, সুযোগ-সুবিধা এবং শিক্ষার মান সম্পর্কে আলোচনা করেন যাতে শিক্ষার্থীরা তাদের সম্ভাবনা অনুযায়ী উন্নতি করতে পারে।

প্রধান অতিথি মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, 'শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানুষের আত্মমর্যাদা, ব্যক্তিত্ব এবং স্বনির্ভরতা গড়ে তোলা। তিনি শিক্ষার্থীদের দুরন্ত গতিবেগ, সৃজনশীলতা, নির্ভীকতা, সংস্কৃতিবোধ এবং স্বদেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেন যাতে তারা এসব গুণাবলী অর্জনের মাধ্যমে সফল ও সুন্দর জীবন গড়তে সক্ষম হয়।'

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর অনুষ্ঠান উপহার দেয়। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে