'বিএনপি জনগনের মুক্তির জন্য সংগ্রাম করে যাবে। পতিত সৈরাচার সরকারের সময় দেশের মানুষ ভয়ে ছিল। এই অত্যাচার জুলুম থেকে বিএনপিসহ দেশের মানুষ মুক্তির জন্য সংগ্রাম করেছে। জনগণের মুক্তির জন্য গত ১৫ বছর আন্দোলন করেছি। প্রয়োজনে আজীবন সংগ্রাম করে যাব।'
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের ফতুলস্না থানার বৃহত্তর চাঁনমারী এলাকাবাসীর আয়োজনে রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় জনসম্পৃক্ততা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুলস্না থানা বিএনপি নেতা মজিবুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ফতুলস্না থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি আলী আজগর প্রমুখ।