পস্নাস্টিক, পলিথিন ও দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বাঁশখালী ইকোপার্কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাঈল হক, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, ইকোপার্কের সাবেক সিপিজি সভাপতি মো. এরশাদ আলী, ইকোপার্ক ইজারা প্রতিনিধি ডা. মুহাম্মদ ইউনুস, বাঁশখালী সরকারী আলাওল সরকারী কলেজের রোভার স্কাউট গ্রম্নপ, ইকোপার্কের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা।
বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাঈল হক বলেন, 'বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা বন্যপ্রাণী সংরক্ষিত বনাঞ্চল ও ইকোটু্যরিজমে পলিথিন এবং পস্নাস্টিকসহ সব ধরণের ক্ষতিকর কার্যক্রম নিষিদ্ধ করেন। এরই আদেশে বাঁশখালী ইকোপার্কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে পার্কের ভেতরে পলিথিন, চিপসের প্যাকেট, পস্নাস্টিক নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়।