বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

এক কেজি ওজনের পেঁপে বিক্রি হলো ৩ হাজার টাকায়

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
এক কেজি ওজনের পেঁপে বিক্রি হলো ৩ হাজার টাকায়

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদের গাছে ধরা এক কেজি ওজনের একটি পেঁপে নিলামে তিন হাজার টাকায় বিক্রি হলো। শুক্রবার বাদ জুমআ উপজেলার মোলস্নারচর উত্তরপাড়া বাইতুল মামুন জামে মসজিদের ঈমাস মাওলানা মো. আজহারুল ইসলামের রোপিত মসজিদের বাগানে একটি পেঁপে গাছে অনেক পেঁপে ধরে। এর মধ্যে প্রায় এক কেজি ওজনের এ পেঁপেটি বাদ জুমআ নিলামে তোলেন ঈমাম।

মুসলিস্নারা ৫শ' টাকা থেকে এর দাম তুলতে থাকেন। এক সময় দাম বাড়তে বাড়তে এক মুসলিস্ন গোলাম আজম এর দাম তোলেন ২ হাজার টাকা। আমারদেশ প্রতিদিন অনলাইন পোর্টালের সাংবাদিক নাজমুল হোসেন এর দাম তোলেন ২ হাজার ৫শ' টাকা। পরে একই সমাজের বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন ৩ হাজার টাকা দিয়ে পেঁপেটি কিনে নেন।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে