বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

হবিগঞ্জে বাস প্রাইভেট কারের সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
হবিগঞ্জে বাস প্রাইভেট কারের সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে চাঁদপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট ও বাসটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাস ও প্রাইভেটকারের থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হন।

1

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক জানান- দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে