বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নবীগঞ্জে পত্রিকার সম্পাদকসহ দুইজনের নামে মানহানীর মামলা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
নবীগঞ্জে পত্রিকার সম্পাদকসহ দুইজনের নামে মানহানীর মামলা

নবীগঞ্জ উপজেলা সদর থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে আদালতে ৫০ লাখ টাকার মানহানির মামলা হয়েছে। মামলাটি করেছেন নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের মৃত দারগা মিয়ার ছেলে সাংবাদিক বাদল আহমেদ। আদালত মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য ওসি গোয়েন্দা শাখা হবিগঞ্জকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মৃত রমিজ উলস্নাহর ছেলে মো. আলাউদ্দিন (৬৫), ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মৃত জরিপ উলস্নার ছেলে সেলিম মিয়া তালুকদার মিলে নবীগঞ্জে পত্রিকা প্রকাশের আড়ালে বস্ন্যাক মেইলিং, চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারণামূলক কাজে জড়িত।

1

উলেস্নখিতরা সাংবাদিকসহ নিরীহ লোকজনকে পত্রিকায় সংবাদ প্রকাশ করে মানহানী করার হুমকি দিয়ে চাঁদাবাজি করার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তারা। মামলার বাদী বাদল আহমেদ তাদের অপকর্মের প্রতিবাদ করলে আসামিরা তার নামে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশ করে। এতে বাদীর ৫০ লাখ টাকার মানহানী হয়েছে বলে মামলায় অভিযোগ করেন। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে