বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

দুই জেলায় আরও দুই লাশ উদ্ধার
স্বদেশ ডেস্ক
  ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত
আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়নগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত হয়েছে। এদিকে সাতক্ষীরার শ্যামনগরে ভ্যানে চাদর আটকিয়ে বৃদ্ধ ও মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে মুকুল (৪৫) নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

1

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিহত মুকুল ডাকাত জোকারদিয়া গ্রামের কাবিল মেম্বারের ছেলে। তার সাবেক বাড়ি পার্শ্ববর্তী মরদাসাদী গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল জোকারদিয়া ও নয়াপাড়ার মধ্যবর্তী চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় কিছু লোকজন টের পেয়ে মসজিদের মাইক দিয়ে ডাকাত জড়ো হওয়ার বিষয়টি ঘোষণা দেয়।

আশপাশ থেকে চারশ' থেকে পাঁচশ লোক জড়ো হয়ে ডাকাতদলকে ঘেরাও করে। এ সময় ৭-৮ জন ডাকাত পালিয়ে গেলেও ডাকাত মুকুলকে ধরে ফেলে এলাকাবাসী। পরে সেখানে বিক্ষুব্ধ জনতা মুকুলকে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মোটরভ্যানের চাকার সঙ্গে গলায় চাদর আটকিয়ে এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বংশীপুর-ভেটখালী সড়কে পাতড়াখোলা নামক স্থানে মসজিদের পাশে। মৃত ব্যক্তির নাম আব্দুর রশিদ গাজী (৭০)। তিনি উপজেলার রমজানগর ইউপির চাঁদখালী গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুর রশিদ গাজী ও তার স্ত্রী খুলনা থেকে ফিরে বংশীপুর বাস থেকে নেমে মোটরভ্যান যোগে বাড়ি যাচ্ছিলেন। পথে পাতড়াখোলা নামকস্থানে ভ্যানের চাকার সঙ্গে তার পরনের চাদর ও মাথায় জড়ানো মাফলার আটকে যায়। এতে টান লেগে গলা থেকে মাথা দ্বিখন্ডিত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃতু্য হয়।

এ দৃশ্য দেখে তার বৃদ্ধা স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা এসে তার স্ত্রীকে উদ্ধার করেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানিান, মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে ট্রেনে কাটা পড়ে নুরজাহান বেগম (৫০) নামের এক নারীর মৃতু্য হয়েছে। শনিবার সকালে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরজাহান দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টায় পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

ওই নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ঢাকাগামী একটি ট্রেন যাওয়ার পরেই রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি রেললাইন পার হচ্ছিলেন বলে ধারণা স্থানীয়দের।

শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানিয়েছেন। রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে