গাজীপুরে আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় ভিড় করেছেন জামায়াতের নেতাকর্মীরা। গ্রেপ্তার শফিকুল সিকদার গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ী এলাকার মৃত নুরুল হকের ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
গাজীপুরের জয়দেবপুর থানা-পুলিশ মামলাসংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গত শুক্রবার আটক করে। এ খবর পেয়ে জামায়াতের বেশ কিছু নেতাকর্মী আটক ব্যক্তিকে নিজেদের দলের কর্মী দাবি করে ছাড়াতে থানায় ভিড় করেছেন।
স্থানীয়দের অভিযোগ, আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামায়াতের নেতা-কর্মীরা শুক্রবার রাত ৮টার পর গাজীপুরের জয়দেবপুর থানা চত্বরে বিক্ষোভ ও ঘেরাও করে থানার সামনে অবস্থান নেন। নির্দোষ ওই কর্মীকে থানা হেফাজত থেকে মুক্তি দিতে বলেন তারা। তবে পুলিশ ও জামায়াতের নেতারা থানা ঘেরাওয়ের কথা অস্বীকার করেছেন।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে তার নাম রয়েছে। এ থানার একটি মামলার তদন্তে জড়িত থাকার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এদিকে, শুক্রবার সন্ধ্যার পর গাজীপুর সদর উপজেলার জামায়াতের কিছু নেতাকর্মী তাকে তাদের কর্মী দাবি করে মুক্তির জন্য থানা এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
গাজীপুর জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, 'আটক শফিকুল সিকদার ২০১৮ সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৮ সালের পর তিনি আওয়ামী লীগ ছেড়ে জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন।'
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগের নেতা বলেন, ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও তিন যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এবং অনুমোদিত মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে ২৩ নম্বর ক্রমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিকুল সিকদারের নাম রয়েছে। এখনও তিনি ওই পদে আছেন। তিনি বহিষ্কার বা পদত্যাগ করেননি।
গাজীপুর সদর উপজেলার জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ আব্দুল বারী জানান, 'শফিকুল ইসলাম আওয়ামী লীগের চাপে পড়ে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক পদে থাকলেও মনে প্রাণে আমাদের প্রতি তার সমর্থন ছিল। গত সেপ্টেম্বরে আমাদের সঙ্গে কর্মী হয়ে প্রকাশ্যে কাজ করছেন।'