নেত্রকোনায় মেডিকেল কলেজের জায়গা নির্ধারনের এবং নড়াইলে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনায় মেডিকেল কলেজের জায়গা দ্রম্নত নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি এ মানববন্ধন করে। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন জনউদ্যোগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, জিয়া পরিষদের সভাপতি সানাউল হক মাসুম, সাংবাদিক এ কে এম আব্দুলস্নাহ, সাংবাদিক ভজন দাস, সাংবাদিক কামাল হোসাইন, পলস্নব চক্রবর্তী, জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ্ব শফিউল আলম চৌধুরী জুয়েল, কবি সোহরাব আকন্দ, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন খান লেলিন, শিক্ষক প্রতিনিধি এখলাছ উদ্দিন মাস্টার, সিরাজুল ইসলাম ও খায়রুল ইসলাম ফারাস প্রমুখ।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 'সাংবাদিক সমাজ, নড়াইল'র আয়োজনে নড়াইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল প্রেস ক্লাবে সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমএম মাহাবুবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, 'গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।'