নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় ২৫ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শনিবার সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের দারুল সালাম মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এ সাইকেলগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ বেসরকারী হাসপাতাল মালিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুস, আয়োজন কমিটির সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দিন প্রমুখ।
পুরস্কারপ্রাপ্ত কিশোর আকিব উদ্দিন বলেন, 'এ প্রতিযোগিতা আমাদের নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।'
উদ্যোগটির সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দিন বলেন, 'এলাকার শিশু-কিশোরদের নিয়মিত নামাজী হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য জামাতে পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করি। তার আলোকে ২৫ জনকে সাইকেল উপহার দেওয়া হয়।'
চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, একাধারে ৪০টি জামায়াতে নামাজ আদায় করে উপহার হিসেবে বাই-সাইকেল পেয়েছে ১১ শিশু-কিশোর। কুমিলস্নার চৌদ্দগ্রামে পৌর সদরের উত্তর ফালগুনকরা পশ্চিমপাড়া সমাজকল্যান পরিষদ ব্যতিক্রমী এ উদ্যোগে শুক্রবার রাতে এ আয়োজন করে। এ সময় জামায়াতে নামাজ পড়ার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার হিসেবে ১১টি বাই-সাইকেল ছাড়াও ১৬টি স্কুলব্যাগ, ১২টি মামপট, ২৪ টি পেন্সিল বক্স ও ২৫টি বই উপহার দেওয়া হয়।
প্রবাসীদের উদ্যোগে স্থানীয় মসজিদ কমিটি ও যুবসমাজের আহবানে সাড়া দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় চৌদ্দগ্রাম পৌরসভার উওর ফাল্গুনকরা এলাকার ২৫জন শিশু ও কিশোর। প্রায় দেড় মাসব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে বই উপহার তুলে দেন অতিথিরা।
এ উপলক্ষে আয়োগিত অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মাস্টার এরশাদ উলস্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তর পশ্চিম পাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মফিজুর রহমান, সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার মীর হোসেন, কুমিলস্না ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোশাররফ হোসেন, মসজিদ কমিটির অর্থ সম্পাদক বাচ্চু মিয়া, মোঃ সালাউদ্দিন, দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।