বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

উখিয়ায় এইচআইভি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে পরামর্শ সভা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
উখিয়ায় এইচআইভি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে পরামর্শ সভা

কক্সবাজারে উখিয়ায় হোস্ট ও রোহিঙ্গা ক্যাম্পে এইচআইভি প্রতিরোধ এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সঙ্গে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরামর্শক সভা অনুষ্ঠিত।

গত সোমবার উপজেলার কোর্ট বাজারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

1

বিশেষ অতিথি ছিলেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার এহসানুল ফেরদৌস, ও উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মো. আনোয়ার। সভায় সভাপতিত্ব করেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি টিম লিডার সোহেল রানা।

পরামর্শ সভার আলোচনায় অংশ নেন ইউএনএইচসিআরের প্রোগ্রাম স্পেশালিষ্ট নাজমুল হক, সার্ভিস সেন্টারের ম্যানেজার সৈয়দ রিফাত আহমেদ ও কুতুপালং ক্যাম্প এ বিভিন্ন ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন সদস্যরা।

সভায় উপস্থিত অতিথিরা এইচআইভি প্রতিরোধ এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে বন্ধুকে সহযোগিতা করে যাবেন বলে একমত পোষণ করেন।

সভাপতির বক্তব্য প্রকল্পের টিম লিডার সোহেল ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী (স্থানীয় এবং রোহিংগাদের) মাঝে প্রজনন স্বাস্থ্যসেবা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে কাযর্ক্রম পরিচালনায় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার কথা উলেস্নখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে