বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মতলবে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
  ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
মতলবে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করা হয়েছে। আমেরিকা প্রবাসীদের মজুমদার ফাউন্ডেশনের সহযোগী সংগঠন মতলবের মজুমদার ফাউন্ডেশন ২২টি হাই স্কুল, ১২টি মাদ্রাসা ও ৩টি কলেজের ২শতাধিক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ৫লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান করে। এছাড়াও কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের উৎসাহিত করতে নগদ অর্থ প্রদান করা হয়।

শনিবার উপজেলার ঘিলাতলী সামাদিয়া কা.উ. ডিগ্রী মাদ্রাসা হলরুমে মজুমদার ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠানে ফাউন্ডেশণ বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় আমেরিকা থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেন মজুমদার। আর বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন্নাহার, ঘিলাতলী সামাদিয়া ডিগ্রী মাদাসার অধ্যক্ষ আবুল বাশার, মজুমদার ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য সানি মজুমদার প্রমুখ।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে