বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রূপপুর গ্রীনসিটির ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃতু্য

পাবনা ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
রূপপুর গ্রীনসিটির ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃতু্য

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদু্যৎ প্রকল্পের আবাসিক গ্রীনসিটি ভবনের চারতলা থেকে লাফিয়ে পড়ে এক রুশ নারীর মৃতু্য হয়েছে। শনিবার ভোরে গ্রীনসিটির ৯ নম্বর ভবনের ৪২ নম্বর ফ্ল্যাটের জানালা দিয়ে লাফিয়ে পড়ে মৃতু্যর এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম পশিতারুক কিশনিয়া (৪০)। তিনি রূপপুর বিদু্যৎ প্রকল্পের এসএমইউ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে ওই ভবনের জানালা দিয়ে মাটিতে কিছু পড়ার জোরালো শব্দ পাওয়া যায়। তখন তারা ভবনের নিচে গিয়ে রক্তাক্ত অবস্থায় রুশ নাগরিককে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে গ্রীনসিটির চিকিৎসক এসে প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

1

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার বলেন, 'নিজের স্বামীর সঙ্গে কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে গ্রীনসিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে