বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ইমাম সম্মেলন

\হস্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

1

মৌলভীবাজারে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলার আয়োজনে সদর উপজেলার শ্রেষ্ঠ ইমাম ও খামারী বাছাই এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন -২০২৪ইং অনুষ্ঠিত হয়। সদর উপজেলার হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে ইউএনও তাজ উদ্দিনের সভাপতিত্বে ও মসজিদ ভিত্তিক সুপারভাইজার জুলফিকার আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক ফারুক আলম। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্‌বায়ক সৈয়দ মমসাদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামীম তরফদার, সাংবাদিক শাহজাহান মিয়া ও সাহান খান প্রমুখ।

উন্নয়ন সভা অনুষ্ঠিত

\হবকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জেনিথ ইসলামী লাইফ ইন্সু্যরেন্স লিমিটেডের মরনোত্তর বীমা দাবি চেক প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বীমা সদস্য বাবুল হোসেনের মৃতু্য হলে বীমা দাবি হিসেবে তার স্ত্রী ফাহিমা বেগমকে ৪৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। রোববার বকশীগঞ্জ পৌর শহরের হাসপাতাল রোডে অবস্থিত কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্সু্যরেন্স কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. এসএম নুরুজ্জামান। পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. আশরাফের সঞ্চালনায় এবং কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক নাসরিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম, উপ ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর রায়হান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক নুসরাত জাহান টুম্পা।

ফেনসিডিল জব্দ

\হদুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার সমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৯৬৩ বোতল ফেনসিডিল জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এএসএম কামরুজ্জামান রোববার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহলদল বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি মিনি ট্রাক গমনের সময় বিজিবি টহল দল থামালে ট্রাকের আরোহীরা পালিয়ে যায়। বিজিবি ট্রাকটি তলস্নাশি করে ৯৬৩ বোতল ফেনসিডিল জব্দ করে। জব্দ ফেন্সিডিলসহ ট্রাকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

বিদায় সংবর্ধনা

\হগৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিব উলস্নাহকে শনিবার বর্ণিল আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসী ফুলের পাপড়ি ছিটিয়ে ছাদখোলা গাড়িতে তাকে বাড়ি পৌঁছে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমিনুলস্নাহ মমতাজি। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল কামাল আব্দুল ওয়াহাব ও মোফাজ্জল হোসাইন। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিদায়ী প্রধান শিক্ষক হাবিব উলস্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

ক্রিকেট ফাইনাল

ম রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ক্রিকেট ফাইনাল খেলা শনিবার বিকালে উপজেলার চরাঞ্চলের বাশগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় বালুয়াকান্দি ক্রিকেট একাদশকে ২ রানে হারিয়ে চ্যম্পিয়ন হয় চর মেঘনা ক্রিকেট একাদশ। ঢাকা মহানগর মুক্তিযুদ্ধা দলের সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম. এন. জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন 'আমরা বিএনপি পরিবার'র উপদেষ্টা সদস্য আবুল কাশেম। খেলার উদ্বোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য ইকবাল হোসেন শ্যামল। খেলার পৃষ্টপোষক ছিলেন বাশগাড়ী ইউনিয়ন যুবদল নেতা মো. হারুন।

মতবিনিময় সভা

ম আমতলী (বরগুনা) প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিষ) বরগুনা জেলা কমিটি গঠন কল্পে বরগুনা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শনিবার বিকেলে সভা অনুষ্ঠিত হয়েছে। লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বাকশিস বরিশাল জেলার সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন বেপারী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি হারুন অর রশীদ, বরিশাল জেলা বাকশিস সাধারণ সম্পাদক আখতারুজ্জামান নকিব, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহ-ই-আলম জহির, বরগুনা জেলা সদস্য সচিব অধ্যাপক আবুল কালাম আজাদ।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ম নড়াইল প্রতিনিধি

নড়াইলের ইউনিক যুব ক্রীড়া সংঘ সিজন-২ এর ২৪ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আসর অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার পৌর এলাকার গোচর, রেলক্রসিংয়ের পাশে পরিত্যাক্ত যায়গায় সাময়িক ইনডোর মাঠ তৈরি করে এ খেলার যৌথ আয়োজন করে দূর্গাপুর বন্ধু মহল ও যায়যায়দিন ফেন্ডসফোরামের বন্ধুরা। সন্ধ্যায় টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসনক (সার্বিক) লিংকন বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন। পরে উদ্বোধনী আলোচনাসভায় বাক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সদর থানার ওসি সাজেদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান, ওসি ডিবি মো. শাহাদারা, এডিশনাল পিপি তারিকুজ্জামান লিটু, সাবেক প্যানেল মেয়র রিয়াজ আহম্মেদ খাঁন, যুব দলের সভাপতি মশিয়ার রহমান,সাংবাদিক মাহবুবুর রশীদ লাবলু প্রমুখ।

বিজ্ঞান অলিম্পিয়াড

ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুই দিনব্যাপী উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার, প্রদর্শনী এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। রোববার পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন হয়। ইউএনও মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিসিআইআর'র প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. অহেদুল আকবর। স্বাগত বক্তব্য দেন সাইন্টিফিক অফিসার নাতাশা নাফিসা হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাইন্টিফিক অফিসার সুমন চন্দ্র দেবনাথ প্রমুখ।

দোয়া মাহফিল

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, আনোয়ারা উপজেলার উপকূলীয় আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জালাল উদ্দিন আহমেদ চৌধুরীর ৩০ তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্‌বায়ক মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্‌বায়ক কমিটির যুগ্ম-আহ্‌বায়ক মিজানুর রহমান ও সদস্য আবু সালেহর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-আহ্‌বায়ক ফৌজুল আমিন, হুমায়ুন কবির আনসার। উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল হক চৌধুরী প্রমুখ।

সবক অনুষ্ঠান

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে আল-ইকরা নুরানী রেসিডেন্সিয়াল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার উপজেলার মোমিনপুর যশাইহাট রমজান মোলস্না মার্কেট ভবনে এ অনুষ্ঠান হয়। মহবপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাহফুজুল হকের সঞ্চালনায় ও আব্দুল খালেক মোলস্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবিলুস সালাম মাদ্রাসার মাওলানা আবু মুসা। অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, প্রতিষ্ঠানের পরিচালক রুহুল আমিন, হাফেজ সামিউল ইসলাম, মাওলানা ফরিদুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভা

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেসকো কর্তৃক বাসাবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে প্রিপেইড মিটার লাগনোর সিদ্ধান্ত বন্ধের দাবিতে স্থানীয় শহীদ মিনারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার গোবিন্দগঞ্জ বিদু্যৎ গ্রাহক সমিতি ও নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক এমএ মতিন মোলস্না। বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-আহবায়ক রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, গাইবান্ধা জেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

উপকরন বিতরণ

ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা বিএনপির উদ্যোগে শতাধিক খুদে শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার স্থানীয় বুলস্না শহবায়েজিদ (রা.) মাজার মাঠ ও বামৈ ইউপি কমপেস্নক্স মাঠে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামসুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, শামসুদ্দিন আহমমদ, শাহ আলম গোলাপ, সেতু প্রমুখ।

লিফলেট বিতরণ

ম দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত ৩১ দফা তুলে ধরে নেতাকর্মীদের তৃণমুলে জনগনের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে। তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফায় জনগনের গণতান্ত্রিক অধিকার পূন: প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূন:প্রবর্তনসহ ৩১ দফা দাবির কথা তুলে জনগনকে বুঝাতে হবে।'

গত শনিবার মানিকগঞ্জের আরুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরনের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম আলোর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান মুকুল, কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু বেপারী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম সরুজ প্রমুখ।

ফলাফল প্রকাশ

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জের রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের পেস্ন থেকে নবম শ্রেণির ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী রাসেল মাহমুদ, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম স্বপন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে