রাজশাহীর তানোর উপজেলা বাধাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাধাইড় গ্রামে বহু পুরনো মন্দির থেকে কষ্ঠিপাথরের শিবমূর্তি চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এ চুরি ঘটনা ঘটে। চুরির ঘটনায় মন্দিরের সভাপতি শুক্রবার সকালে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মন্দির থেকে শিবমূর্তি চুরির ঘটনায় গ্রামের হিন্দু পরিবারগুলো মধ্যে আতংক বিরাজ করছে। সে সঙ্গে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মন্দিরের সভাপতি ভোবেশ চন্দ বর্মন বলেন, বহুপুরনো এ কষ্ঠিপাথরের শিব মূর্তিটি গ্রামসহ আসপাশে মানুষরা একশ' বছরের বেশি সময় যাবত পূজো করে আসছে। হঠাৎ করে মঙ্গলবার রাতে মাটি ঘরের মন্দিনটি গেটে তালা খুলে গর্ত থেকে তুলে নিয়ে যায় চোরের দল। সকালে গ্রামে মানুষ তা জানতে পারে। তিনি আরও বলেন, এ মূর্তিটি প্রায় ৮০ কেজি ওজন হতে পারে। চুরি ঘটনায় থানায় মামলার প্রস্তিত চলছে।
তানোর থানার ওসি মিজানুর রহমান মিজান বলেন, কষ্টিপাথরের শিবমূর্তি চুরির ঘটনায় তিনদিন পর শুক্রবার সকালে লিখিত করেছেন মন্দির কর্তৃপক্ষ। বিষয়টি গুরুত্ব সহকারে পুলিশ তদন্ত করছে।