বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

'দেশকে নেতৃত্ব দেওয়া মানে জবাবদিহিতার মুখোমুখি হওয়া'

চট্টগ্রাম বু্যরো
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
'দেশকে নেতৃত্ব দেওয়া মানে জবাবদিহিতার মুখোমুখি হওয়া'

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ বলেছেন, চট্টগ্রাম ভৌগোলিক, বাণিজ্যিক এবং আরো বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ। জামায়াত এদেশকে কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত করতে চায়। দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। দেশকে নেতৃত্ব দেয়া মানে একটা জবাবদিহিতার মুখোমুখি হওয়া। সমাজ ও রাষ্ট্রকে ইসলামাইজেশন তথা কুরআন সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায়-ইনসাফের বাংলাদেশ ইনশাআলস্নাহ।

শুক্রবার চট্টগ্রাম নগরের চকবাজারস্থ কিশলয় কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ বলেন, জামায়াতে ইসলামী এমন এক বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে সমাজে কেউ না খেয়ে থাকবে, আর কেউ অবৈধভাবে সম্পদ গড়ে বিদেশে পাচারের মাধ্যমে অর্থবিত্তের পাহাড় জমাবে এমন হবে না। আর কুরআন-সুন্নাহর আইনের মাধ্যমে এমন শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

1

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, যে পরিকল্পনা ভারসাম্যপূর্ণ, বাস্তবভিত্তিক হয় তা অর্ধেক সম্পন্ন হওয়ার সমান। পরিধি বাড়ানোর পাশাপাশি বিভাগগুলোকেও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর আমীর শাহজাহান চৌধুরী বলেন, আমলি জিন্দেগী ব্যাপারে আরও যত্নশীল হতে হবে। হতাশ হওয়া যাবে না। মানুষের আকাঙ্খা পূরণে প্রত্যেক থানায় জনসংযোগ করতে হবে। সর্বোপরি চট্টগ্রামের প্যারেড মাঠে আগামী ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য পাঁচদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সফল করার উদাত্ত্ব আহবান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উলস্নাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরী কর্মপরিষদ সদস্য ডা.সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, মাওলানা মমতাজুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুলস্নাহ, হামেদ হাসান ইলাহী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে