বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

দোয়ারাবাজারে ১৪৬ বস্তা রসুনসহ দুইজন গ্রেপ্তার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
দোয়ারাবাজারে ১৪৬ বস্তা রসুনসহ দুইজন গ্রেপ্তার

অবৈধভাবে ভারতে পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৪৬ বস্তা রসুনসহ দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন সিলেটের এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকার আনু মিয়া (২৭) এবং গোয়াইনঘাট থানার লাবু এলাকার নুরুজ্জামান (২১)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কাঁচা রাস্তায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

1

ঘটনাস্থলটি ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের প্রায় ৭০০ গজ অভ্যন্তরে অবস্থিত। অভিযানে ২,৫৫৫ কেজি (১৪৬ বস্তা) রসুন উদ্ধার এবং রসুন পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত রসুনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ১১ হাজার টাকা। অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান, এসআই মোহন রায়সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, গ্রেপ্তাররা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে রসুন ভারতে পাচারের চেষ্টা করছিলেন। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে