কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় অবৈধ সিএনজি স্টেশন ও বিভিন্ন গাড়ির অঘোষিত স্টেশন গড়ে ওঠার কারণে যানজট লেগেই থাকত।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘন্টার পর ঘন্টা যানজটে যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না।
বৃহস্পতিবার এই যানজট চার কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতো। যাত্রীদের ভোগান্তি কমাতে চট্টগ্রামের শাহ আমানত ব্রিজ ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছেন কর্ণফুলী ট্রাফিক ইনর্চাজ আবু সায়েদ। সদ্য যোগদানের পর তিনি অবৈধ সিএনজি স্টেশনটি সরিয়ে দেন। এবং লাইসেন্সবিহীন গাড়িগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ দেন।
ট্রাফিক ইনর্চাজ আবু সায়েদ বলেন, পুলিশ কিংবা ট্রাফিকের একার পক্ষে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব না। এ জন্য চালক ও যাত্রীদের সহযোগিতা প্রয়োজন। চালকরা নিয়ম মেনে গাড়ি চালালে কখনো যানজট সৃষ্টি হয় না।