মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
তিন জেলায় আরও তিন মরদেহ উদ্ধার

নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

স্বদেশ ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত
নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

নাটোরের নলডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। অন্যদিকে, ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অজ্ঞাত শিশুর, লক্ষ্ণীপুরের রামগঞ্জে নিখোঁজ বৃদ্ধের ও গাজীপুরের শ্রীপুরে নকশাকারের লাশ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

নাটোর ও নলডাঙ্গা প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তির মৃতু্য হয়েছে। গত রোববার রাত সাড়ে ১২ টার সময় উপজেলার কাসোবাড়িয়া-রামশারকাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতাসহ পুকুর মালিকরা তাকে বেদম মারপিটে আহত করে। পরে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। নিহত আব্দুল মান্নান নলডাঙ্গা উপজেলার সমসখলসি গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোয়ার জাহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার দিনগত রাতে উপজেলার মোমিনপুর এলাকায় চোরের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়। পরে চোরের দল রাত সাড়ে ১২ টার দিকে একই উপজেলার কাসোবাড়িয়া-রামশারকাজীপুর এলাকায় জনৈক জাহিদ হোসেন ও আফজাল হোসেনের লীজ নেওয়া পুকুরে মাছ চুরির সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও আব্দুল মান্নানকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়। পরে ওই ইউপি সদস্য অসুস্থ আব্দুল মান্নানকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। রাতেই স্বজনরা নাটোর সদর হাসপালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃতু্য হয়।

ঝালকাঠি ও নলছিটি প্রতিনিধি জানান, নলছিটির সুগন্ধা নদীর তীর থেকে অজ্ঞাত কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কুলকাঠি ইউনিয়নের চর বারইকরন এলাকার সুগন্ধা নদীর তীর থেকে একটি কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আব্দুস ছালাম।

জানা গেছে, সকালে সুগন্ধা নদীর তীরে একটি শিশুকে উপুড় হয়ে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগঞ্জে নিখোঁজের চার দিন পর সোনাপুর পানিয়ালা চিতৌশী খালের শামার পোলের গোড়া সংলগ্ন স্থান থেকে মোরশেদ আলম নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার লাশ উদ্ধার করে লক্ষ্ণীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মোরশেদ আলম (৬৫) পৌরসভার ৪নং কলচমা গ্রামের মৃত জবুলাক মিয়ার ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বিভিন্নভাবে খোঁজ নিয়ে না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করেন স্বজনরা। সোমবার সকালে স্বজনরা বাড়ির পাশে শামার পোলের গোড়া সংলগ্ন সড়কে তার ব্যবহৃত মোবাইল ফোন দেখতে পেয়ে পানিতে তলস্নাশি করে ঝোপের আড়ালে মোরশেদ আলমের লাশ দেখতে পান।

রামগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্ণীপুর মর্গে পাঠানো হয়েছে।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে একটি কাঠের দোকান থেকে বাবুল মিয়া নামে এক কাঠ নকশাকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবুল মিয়া (৩৫) শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার চাওলিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরে বরমী বাজারের নুর মোহাম্মদের বাড়িতে ভাড়ায় থেকে কাঠের নকশাকারের কাজ করতেন।

নিহতের স্ত্রী রুবিনা আক্তার বলেন, 'প্রায় রাতেই ১-২ টার দিকে দোকান থেকে বাসায় যেতেন। কোনোদিন ভোরে দোকানে চলে যেতেন। সোমবার ভোরের দিকে জরুরি কাজের কথা বলে চলে যান। এরপর নাস্তার সময় শুনি লাশ ঝুলে আছে।'

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে