নানা অপরাধে তিন জেলায় চারজন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামের রাজারহাটে ইউপি চেয়ারম্যান, চট্টগ্রামের সন্দ্বীপে যুবক ও নোয়াখালীর চাটখিলে দুই মহিলা মাদক কারবারি গ্রেপ্তার হয়। প্রতিিিনধদের পাঠানো খবরে বিস্তারিত-
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলামকে (৬২) রাজারহাট থানা পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
এলাকাবাসীরা জানান, চেয়ারম্যান তাইজুল ইসলাম ৫ আগস্টের পর পলাতক ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে দলের প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ভোট জালিয়াতির মামলা চলমান রয়েছে। ঘটনার দিন গত রোববার তিনি রাজারহাট বাজারে আসেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গাঁজাসহ আবুল হোসেন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পৌরসভার উত্তর পাড়া গয়লা এলাকার মো. হাকুর ছেলে।
জানা গেছে, গত রোববার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মগধরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় আবুলকে গ্রেপ্তার করেছে। সন্দ্বীপ থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জানান, চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে সাহাপুর ইউনিয়নের প্রসাদপুর ইসমাইল পালের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে একটি ঘর থেকে ১ হাজার ৬শ' ইয়াবাসহ দুই মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত একজন ওই বাড়ির সুজায়েত উলস্নার স্ত্রী পারভীন আক্তার (৪০)। অপরজন হচ্ছেন সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের ইউনুসের স্ত্রী আসমা আক্তার (৩৪)।
চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।