মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

রমেক হাসপাতালে দুদকের অভিযান

রংপুর প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
রমেক হাসপাতালে দুদকের অভিযান

অ্যানেস্থিসিয়া মেশিনের নকল যন্ত্রাংশ সরবরাহের অভিযোগে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সোমবার দেড়ঘন্টা ধরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা গেছে, এ অভিযোগে অভিযানিক দল হাসপাতালে অভিযান চালায়। সেখানে ১৯টি অপারেশন থিয়েটারের প্রত্যেকটিতে অ্যানেস্থিসিয়া মেশিন বসানো রয়েছে। এর মধ্যে রয়েছে গাইনী, অর্থোপেটিক্স, পোস্ট অপারেটিভ ও ডেন্টালসহ কয়েকটিতে অ্যানেস্থিসিয়া মেশিন পরীক্ষা নিরীক্ষা চালায়। তারা দেখতে পান, অ্যানেস্থিসিয়া ভ্যাবলাইজারগুরোতে কোম্পানীর নাম, মডেল ও ক্রমিক নম্বর নেই। কোনটিতে হায়ার এক্সট্রা ও শুধুমাত্র চায়নার হায়ার স্টিকার তিন রঙের। লাগোনো আছে। ২০২৪ সারে ২৪ এপ্রিল অ্যানেস্থিসিয়া মেশিন সরবরাহ করা হয়। অথচ এই মেশিনগুলো জার্মানী থেকে সরবরাহ করার কথা ছিল।

রংপুর সমন্বিত জেলা দূদকের উপপরিচালক শাওন মিয়া জানান, নকল যন্ত্রাংশ সরবরাহের অভিযোগে মেডিকেলে অভিযান চালোনো হয়। মিশনগুলো যন্ত্রাংশ অধিকাংশই নকল। এর প্রত্যেটির মূল্য ৪ লাখ টাকা করে। এনিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বরে তিনি জানান।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে