মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

দৌলতপুরের বিএনপি নেতা লিয়াকতের অস্ত্র লেনদেনের ভিডিও ভাইরাল!

কুষ্টিয়া ও দৌলতপুর প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
দৌলতপুরের বিএনপি নেতা লিয়াকতের অস্ত্র লেনদেনের ভিডিও ভাইরাল!

গত রোববার ভোরে বিএনপি নেতা ও সাবেক মেম্বার লিয়াকতের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবা ও নগদ প্রায় ২০ লাখ টাকাসহ লিয়াকতের স্ত্রী এবং ছেলেকে আটক করেছে। ঠিক তার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা ও সাবেক মেম্বার লিয়াকত আলীর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

নিজ অফিস কক্ষে বিএনপি নেতা লিয়াকত আলীর পিস্তল লেনদেনের এক মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওটি সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

লিয়াকত আলী দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সদ্য ঘোষিত বিএনপির মরিচা ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা লিয়াকত আলী টেবিলের নীচ থেকে একটা পিস্তল টেবিলের উপরে রাখেন। তার পাশের চেয়ারে বসা এক যুবক সেই পিস্তলটি হাতে নেন এবং বিভিন্ন কায়দায় সেটি দেখছেন। এ সময় তাদের সামনে আরও দুইজন ব্যক্তি বসেছিলেন।

লিয়াকত আলী নিজ অফিস কক্ষে বসে অবৈধ ও অস্ত্র মাদক ব্যবসা করেন বলে অভিযোগ রয়েছে। সে সময় নিজ অফিস কক্ষে বসে অস্ত্র বিক্রি করছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা। লিয়াকতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক অস্ত্রসহ ১০-১২টি মামলা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

উলেস্নখ্য, রোববার ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় তার বাড়িতে অভিযান চালান সেনাবাহিনী। অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫শ' নগদ টাকা ও ১ হাজার ইয়াবা জব্দ করে। এ সময় তার স্ত্রী ও ছেলেকে আটক করে সেনাবাহিনী। অভিযানের সময় তিনি বাড়ি পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা। তিনি জানান, সেনাবাহিনী সাবেক মেম্বার লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫শ' নগদ টাকা ও এক হাজার ইয়াবা জব্দ করেছে। এ সময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। যার নং ৪৪।

জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল বলেন, 'বিষয়টি আমার জানা ছিল না। যদি এমন হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে