মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

চার জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্বদেশ ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
চার জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চার জেলায় নানা অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, চট্টগ্রামের হাটহাজারী ও বগুড়ার নন্দীগ্রামে এ অভিযান চালানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর মেঘনা নদীতে অবৈধভাবে উত্তোলনকৃত মাটিবহনকারী দুটি বাল্কহেডসহ ৯জন দুস্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড। রোববার মধ্যরাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম. ফজলুল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা নদীতে বাল্কহেড এবং ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মেঘনা নদী হতে সরকারি বিধিনিষেধ অমান্য করে রাত্রিকালীন সময়ে অবৈধ ভাবে মাটিবহনকারী দুটি বাল্কহেডসহ ৯ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরবর্তীতে মাটিভর্তি বাল্কহেড এবং আটক আসামিদের চাঁদপুর সদর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, গত রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় দুইজনকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আলমপুর ও রাজনগরে কসবা সহকারী কমিশনার ভূমি গোলাম সরওয়ার এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় তৌহিদ আলম (৩৪) ও রিশাদ আলম চৌধুরী (২১) নামে দুইজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীন দুইটি মামলায় পঞ্চাশ হাজার করে মোট একলক্ষ টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, হাটহাজারী উপজেলার নাঙলমোড়া ইউনিয়ন এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে রেজাউল করিম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রোববার দিবাগত রাতে ইউএনও এবিএম মশিউজ্জামান এ জরিমানা করেন। এসময় ট্রাকের দুটি ব্যাটারি জব্দ করা হয়।অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এক হোটেল ব্যাবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। সোমবার সদর ইউনিয়নের রনবাঘা বাজারে জিয়া হোটেলে এ অভিযান চালানো হয়।

উপজেলার ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও হোটেল পরিচালনার অপরাধে জিয়া হোটেলের ম্যানেজার দুলাল হোসেনকে (২৮) ৫ হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যামাণ আদালতের বিচারক এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে