মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে যমুনা নদীতে মিলল নিখোঁজ ছাত্রের মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
সিরাজগঞ্জে যমুনা নদীতে মিলল নিখোঁজ ছাত্রের মরদেহ

সিরাজগঞ্জের বেলকুচির যমুনায় নিখোঁজ হওয়ার তিনদিন পর আবু বক্কার সিদ্দিক (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার মেঘুলস্না এলাকায় যমুনা নদীর শাখায় ভাসমান অবস্থায় তার মরদেহ ?উদ্ধার করা হয়। আবু বক্কার সিদ্দিক চালা গ্রামের শাহীন আব্দুলস্নাহর ছেলে ও চালা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক জানান, শিশু আবু বক্কার সিদ্দিক মাদ্রাসায় থেকে পড়াশোনা করত। গত শুক্রবার মাদ্রাসা ছুটি থাকায় সকালে বাড়িতে আসে। বিকেলে রাতের খাবার নিয়ে বাই সাইকেলে সে আবারও মাদ্রাসায় চলে যায়। এরপর থেকেই সে নিখোঁজ হয়।

সন্ধান না পেয়ে গত শনিবার তার বাবা শাহীন আব্দুলস্নাহ বাদী হয়ে থানায় জিডি করেন। সোমবার সকালে মেঘুলস্না এলাকায় যমুনার শাখা নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে