ভর্তি পরীক্ষায় কোটা বৈষম্য নিরসনের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশ থেকে সম্প্রতি প্রকাশিত ফলাফল পুনর্বিবেচনা করে পুনরায় প্রকাশের দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদসহ কয়েকজন সংগঠক সমাবেশে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, 'আমরা কোটা বৈষম্য দূর করার জন্য রাজপথে নেমেছিলাম। তাহলে এখনো আবার কেন কোটা নিয়ে আমাদের রাস্তায় নামতে হচ্ছে।'
বিক্ষোভ সমাবেশে চট্টগ্রামের অন্য সমন্বয়ক ও মেডিকেল শিক্ষার্থীরা বক্তব্য দেন। প্রসঙ্গত, মেডিকেল ভর্তি পরীক্ষায় কম নম্বর পেয়েও মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে ভর্তির সুযোগ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়ে। এরপর রোববার রাতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম।