কুষ্টিয়ার দৌলতপুরে সাদিকুজ্জামান খান সুমন নামে এক ঠিকাদারের কাছে পাওনা প্রায় দেড় কোটি টাকা আদায়ের দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ইটভাটা মালিকরা। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদিক সম্মেলন করেন তারা।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইটভাটা মালিক নুরুল ইসলাম। লিখিত বক্তব্যে উলেস্নখ করেন, সাদিকুজ্জামান খান সুমন একজন প্রথম শ্রেণির ঠিকাদার, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দৌলতপুর কলেজের অধ্যক্ষ। বিভিন্ন সময়ে ঠিকাদারী ও অন্যান্য কাজের জন্য তিনি আমাদের কাছে থেকে বাকিতে ইট নিতেন। গত ৫ আগস্টের পর তিনি গা ঢাকা দিয়েছেন। এরপর থেকে আমরা পাওনা টাকা পাবার জন্য বহু চেষ্টা চালিয়েও তার কোন কিনারা করতে পারছি না। সম্প্রতি সাদিকুজ্জামান খান সুমনের পিতা ও তার প্রতিষ্ঠানে তার খোঁজ করতে গেলে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের বিএনপি ক্যাডার ও চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে ইটভাটা মালিক আব্দুস সাত্তার, রমজান আলী, শহিদুল ইসলাম ওলি, আব্দুলস্নাহ আল মামুন, হুমায়ন কবির, হাসানুজ্জামান কালু, আরিফ হোসেন, ইয়াছিন আলী, মশিউর রহমান ঝুমুর প্রমুখ উপস্থিত ছিলেন।