দিনাজপুরের পার্বতীপুরে অগ্নিদগ্ধ হয়ে বড়পুকুরিয়া কয়লা খনির এক কর্মচারীর মৃতু্য হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনির মার্কেটিং বিভাগে কর্মরত (স্কেল অপারেটর) মুন্না আজিজ বাবু (৪৫) খনির স্টাফ কোয়াটারে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গত সোমবার খনির আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ঘটনার দিন সকালে খনির অভ্যন্তরে কর্মচারীদের জন্য নির্ধারিত আবাসিক ভবনের ২০৫ নম্বর রুম থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মচারীরা। পরে দরজা খুলে মুন্না আজিজ বাবু নামে ওই খনি কর্মচারীকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত অগ্নিকান্ডের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। তবে, প্রাথমিকভাবে সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ড ঘটতে পারে। নিহত মুন্না আজিজ বাবু জয়পুরহাট জেলার সদর উপজেলার খঞ্জনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম জানিয়েছেন, এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃতু্য মামলা হয়েছে।